ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আপিলের রায়ের রিভিউ চাইবেন মীর কাসেম আলী

admin
June 11, 2016 10:59 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত মীর কাসেম আলী আপিলের রায়ের রিভিউ চাইবেন বলে তার আইনজীবীদের জানিয়েছেন।

আজ শনিবার জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর সাথে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার ছেলেসহ পাঁচ আইনজীবী দেখা করে একথা জানান।

আপিল বিভাগের রায় প্রকাশের পর কারাগারে মীর কাসেম আলীর সাথে তার আইনজীবীদের এটিই প্রথম সাক্ষাৎ বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, আজ বেলা ১১টার দিকে মীর কাসেম আলীর সাথে রিভিউর ব্যাপারে কথা বলার অনুমতি চেয়ে লিখিত আবেদন নিয়ে তার ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট বজলুর রহমান ও ব্যারিস্টার নূরুল্লাহসহ পাঁচজন আইনজীবী কারাগারে আসেন। পরে আনুষ্ঠানিকতা শেষে তাদের বেলা ১১টা ৪০ মিনিটে মীর কাসেম আলীর সাথে তাদের কথা বলার ব্যবস্থা করা হয়। তারা কারাগারের একটি কক্ষে সাক্ষাৎ করেন এবং প্রায় ৪৫ মিনিট কথা বলেন। এরপর ১২টা ২৫ মিনিটে তারা কারাগার থেকে বের হন এবং কারা চত্বর ত্যাগ করেন।

সাক্ষাৎ শেষে মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, মীর কাসেম আলী তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদন করবেন। এ জন্য আমাদের সব প্রস্তুতি নিতে বলেছেন।

তিনি বলেছেন, যে অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, যে স্থানে এবং যে সময়ের কথা বলা হয়েছে ওই সময়ে তিনি ওই স্থানে ছিলেনই না। সরকার পক্ষ থেকে যে ডকুমেন্ট দেয়া হয়েছে সেখানেই বলা হয়েছে তিনি ওই সময় ঢাকায় ছিলেন। সুতরাং এই অভিযোগটি সম্পূর্ণ অসত্য। এই অসত্য অভিযোগের বিরুদ্ধে তিনি রিভিউ করার জন্য বলেছেন। তিনি বলেছেন যে এই রায়ে এমন কিছু সাক্ষীর উল্লেখ আছে, যে সাক্ষীর কোনো অস্তিত্ব নেই এবং তা রিভিউ আবেদনে তুলে ধরতে বলেছেন।

http://www.anandalokfoundation.com/