ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

১২ই জুলাই সোমবার দেখুন কার সাথে আপনার হতে পারে ঝগড়া

Palash Dutta
July 12, 2021 7:17 am
Link Copied!

আজ ১২ই জুলাই সোমবার দিনের শুরুতে দেখে নেন আপনার রাশিফল। আর কোন বাঁধাবিঘ্ন তাহলে এড়িয়ে চলুন।

মেষঃ কাছের মানুষের সঙ্গে আজকের দিনে ঝগড়া হতে পারে। ব্যস্ততার মাঝেও শরীর সুস্থ থাকবে। কর্মক্ষেত্রে বিশেষ সম্মান এবং পদন্নোতির যোগ রয়েছে। বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে অপমান করবে।

বৃষভঃ কর্মক্ষেত্রে কিছু সমস্যার কারণে মূল্যবান সময় নষ্ট হবে। আজকের দিনে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা কফি ত্যাগ করুন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছু বিষয় নিয়ে সমস্যা হতে পারে। বন্ধুদের সঙ্গে খুব সুন্দর সন্ধ্যা কাটবে।

মিথুনঃ বিনিয়োগের ক্ষেত্রে সঙ্গীদের থেকে কিছু সমস্যা আসতে পারে। আজকের দিনে অর্থ উপার্জন করলেও, সঞ্চয় করতে পারবেন না। ভ্রমণের সময় জিনিসের যত্ন নিন। বাচ্চার শারীরিক সমস্যার কারণে আপনি চিন্তিত থাকবেন।

কর্কটঃ মনকে নিয়ন্ত্রণ করুন, নাহলে সমস্যায় পড়তে পারেন। বেতন না পাওয়ায় বন্ধুর থেকে আর্থিক ঋণ নিতে পারেন। এই রাশির ব্যক্তিদের কাছে আজ বিবাহিত জীবনের সেরা দিন হবে। কাছের বন্ধু বিপদের দিনে আপনার পাশে থাকবে।

সিংহঃ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে অনেক পুরনো কথা মনে পড়বে। বেশি দুশ্চিন্তা করলে, শরীর খারাপ হয়ে যাবে। আজ এই রাশির ব্যক্তিদের কাছে প্রেমের দিন হবে। সন্ধ্যের দিকে আর্থিক উন্নতি হতে পারে।

কন্যাঃ গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলুন। আজকের দিনে অর্থ উপার্জন করলেও, সঞ্চয় করতে পারবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর দিন কাটবে। ব্যস্ততার মাঝেও শরীর সুস্থ থাকবে।

তুলাঃ পড়ুয়ারা তাঁদের প্রোজেক্টের বিষয়ে কোন সাহায্য চাইলে, তাঁদের পাশে দাঁড়ান। বাইরের খেলাধূলায় যুক্ত থাকলে, শরীর ভালো থাকবে। ভালবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। ভাই বোনদের ঋণ দিতে গিয়ে সমস্যায় পড়বেন।

বৃশ্চিকঃ অন্যদের থেকে উপদেশ শুনে, নিজের জীবনে কাজে লাগাও। সঞ্চিত অর্থ আজকের দিনে কাজে লাগবে। ভালোবাসার মানুষকে সময় দিয়ে না পারায়, সে হতাশ হবে। বাইরের খেলাধূলায় যুক্ত থাকলে, শরীর ভালো থাকবে।

ধনুঃ ভালোবাসার মানুষের জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করুন। আজকের দিনে কিছুটা আরাম করতে পারবেন আপনি। ফাঁকা সময়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। আজকের দিনে মা এবং মামাবাড়ির দিক থেকে অনেকটা আর্থিক সাহায্য পাবেন।

মকরঃ কাজের জায়গায় অনেকেই আপনার কথা শুনবে। মনের শান্তির জন্য দান ধ্যান করুন। আজকের দিনে কিছুটা মানসিক শান্তি অনুভব করবেন। ভালোবাসার মানুষকে আজকে দিনে ভুল বুঝতে পারেন।

কুম্ভঃ বিশ্বাসযোগ্য ব্যক্তি কোন বিষয়ে আপনাকে অর্ধ সত্য বলবে। নিজের ভাল লাগে এমন কাজ করুন আজ। দীর্ঘ অপেক্ষার পর ভালো কিছু হতে চলেছে আজ। যেসমস্ত আত্মীয়রা আগে ঋণ নিয়ে ফেরত দেয়নি, তাঁদের থেকে দূরে থাকুন।

মীনঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে। সফর আপনার পক্ষে আনন্দদায়ক হবে। কাছের মানুষদের থেকে উপহার পেতে পারেন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে অনেক অর্থের মালিক হবেন।

 

http://www.anandalokfoundation.com/