মেহের আমজাদ,মেহেরপুর: “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আন্তজার্তিক অহিংস দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে গাংনী বাজারের বাসষ্টান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও শান্তি পদযাত্রায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ খালেক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুজ্জামান খোকন,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রাজ্জাক,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাইলা আনজুমান বানু, সু শাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি আব্দুর রশিদ, ফুলকুঁড়ি’র অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ মানববন্ধন ও পদযাত্রায় অংশ গ্রহন করেন।