অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ মহারাষ্ট্র কংগ্রেস জোটের শরিক দল শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপর আন্ডারওয়ার্ল্ড ডন হাজি মস্তান আর করীম লালার সাথে ঘনিষ্ঠতা রাখার গুরুতর অভিযোগ তুলেছেন।
এমনিতেই কংগ্রেসকে বার বার দেশদ্রোহী বলে কটাক্ষ করে বিজেপি বিভিন্ন নেতারা। কংগ্রেস শরিক দলের এই বয়ানের পর কংগ্রেসের মুশকিল অনেকখানিই বেড়ে গেছে, আর বিজেপির কাছেও কংগ্রেসকে আক্রমণ করার নতুন হাতিয়ার চলে এলো। কংগ্রেস েখন তাঁদের জোট সঙ্গী শিবসেনার নেতা সঞ্জয় রাউতের কাছে এই বয়ানের প্রমাণ চেয়েছে। আপনাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি আর শিবসেনা মিলে সরকার গঠন করেছে।
মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে নিজের সাংবাদিকতার অভিজ্ঞতা শেয়ার করে সঞ্জয় রাউত বলেন, আশির দশকের শুরুতে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন করীম লালা, মস্তান মির্জা (হাজি মস্তান) আর ভরদারজন মুদালাইয়ার এই তিন ডন ছিল। তাঁরাই ঠিক কোর্ট যে, মুম্বাইয়ের পুলিশ কমিশনার কে হবে, আর কে রাজ্যের সচিবালয়ে বসবে। যখন হাজি মস্তান মন্ত্রালয়ে আসত, তখন পুরো সচিবালয় তাঁকে দেখার জন্য কাজ ছেড়ে নীচে চলে আসত। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী করীম লালার সাথে দক্ষিণ মুম্বাইয়ে সাক্ষাৎ করতেন।
সঞ্জয় রাউত আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনে বলেন, ১৯৯৩ সালের মুম্বাইয় বোমা হামলার প্রধান দোষী ডন দাউদ ইব্রাহিমের সাথে তিনি দেখা করেছিলেন। তিনি এও বলেন যে, দাউদের সাথে সাক্ষাতে তিনি দাউদকে ধমকিয়ে ছিলেন। উনি বলেন, আমরা সেই সময় আন্ডারওয়ার্ল্ড দেখেছিলাম। এখন সব খুচরো পয়সা গুলো বেঁচে আছে। সঞ্জয় রাউতের এই বয়ানে কংগ্রেসের কোন বরিষ্ঠ নেতা মন্তব্য করেন নি। কিন্তু কংগ্রেসের মুখপাত্র চরণ সিং সাপরা বলেন, ‘রাউত যা বলেছেন, সেটার প্রমাণ দিক তিনি। আমরা এই বয়ানকে সঠিক মানিনা।