আনন্দলোক এর দক্ষিণবঙ্গ প্রধান কার্যালয সাইনবোর্ড এ আলকাতরা দিয়েছেন দুর্বৃত্তরা।
৩ এপ্রিল শুক্রবার রাতে বরিশাল এর আগৈলঝাড়ার পশ্চিম গোয়াইল গ্রামে সেবামূলক প্রতিষ্ঠান আনন্দলোক এর নির্মাণাধীন কার্যালয়ের সাইনবোর্ড এ আলকাতরা দিয়েছে দুর্বৃত্তরা।
আনন্দলোক এর চেয়ারম্যান যোগী পিকেবি প্রকাশ(প্রমিথিয়াস চৌধুরী) বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান আনন্দলোক ফাউন্ডেশনের সেবামূলক বিভিন্ন কার্যক্রম ঢাকায় বিগত বেশ কয়েকবছর ধরে চলছে। দক্ষিণ বঙ্গে এই সেবা কার্যক্রম চালানোর উদ্দেশ্যে এই ভবন নির্মাণ কার্য শুরু করেছি। এটা কোন ধর্মীয় প্রতিষ্ঠান নয় সকল মানুষের জন্য সেবামূলক প্রতিষ্ঠান। শুরুতেই এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।
উল্লেখযোগ্য সেবামূলক কার্যক্রম গুলো হচ্ছে- বিনামূল্যে স্বাস্থ্য সেবা, আশ্রয়হীনের আশ্রয়, শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান, ছেলেমেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানো, দরিদ্রদের কুটির শিল্পের মাধ্যমে স্বাবলম্বী করা। বাল্য বিয়ে থামিয়ে এই অঞ্চলের
মেয়েদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করা, অনেক বাচ্চা ও বড় মেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছি। অনেক বৃদ্ধ এখানে আশ্রয় ও খাবার পেয়েছে সম্পূর্ন বিনামূল্যে। আনন্দলোকের ট্যাগ লাইন আনন্দলোকে আনন্দে জীবন।
আনন্দলোক এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুন্দ লাল মুন্সী বলেন, আনন্দলোক কোন ধর্মীয় প্রতিষ্ঠান নয়, সকল মানুষের বিনামূল্যে স্বাস্থ্য সেবা, শিক্ষা, কর্মসংস্থান, খাদ্য, আশ্রয়,মানবাধিকার প্রভৃতি সেবায় নিবেদিত প্রতিষ্ঠান। আমার জানামতে কোন প্রতিষ্ঠান বিনামূল্যে এত সেবা দেয়না। এই এলাকায় এমন প্রতিষ্ঠান এর কার্যক্রম শুরু হওয়ায় এবং দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় নিজে খুব গর্বিত। তবে এই সেবামূলক কাজে বাঁধা প্রদান করা খুব অমানবিক কাজ। সাইনবোর্ড এ আলকাতরা ছিটিয়ে দেয়ার মত খারাপ কাজের ব্যক্তিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানাচ্ছি। যাতে অন্য কেউ খারাপ কাজ করার সাহস না পায়।