ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ সোমবারের রাশিরফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

ডেস্ক
May 29, 2023 6:03 am
Link Copied!

আজ সোমবারের রাশিরফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ চন্দ্র সকাল ৮টা ৫৫ মিনিট পর্যন্ত সিংহ রাশিতে থাকবে। তার পর কন্যা রাশিতে সঞ্চার করবে। এর পাশাপাশি আজ উত্তরাফাল্গুনী নক্ষত্র ও তার পর হস্ত নক্ষত্রের প্রভাব থাকবে। এর ফলে আজকের দিনটি মেষ ও কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ। এই রাশির জাতকরা আর্থিক লাভ অর্জন করতে পারবেন। সুখ-শান্তি বজায় থাকবে।

মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকরা আনন্দিত থাকবেন। স্বভাব ও ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা যাবে। পরিবারের সদস্যদের সারপ্রাইজ দেবেন। ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে পরোপকারের কাজে মনোনিবেশ করবেন। কর্মক্ষেত্র ও সামাজিক ক্ষেত্রে নিজের ব্যবহারের দ্বারা বিশেষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। রোজগারের ক্ষেত্রে নিজের অন্যান্য সঙ্গীদের তুলনায় পিছিয়ে থাকবেন। যে কাজ করবেন, তাতে কোনও না-কোনও কঠিন পরিস্থিতি উৎপন্ন হবে। ব্যয়ের তুলনায় আয় কমবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির জাতকদের আজকের দিনটি নানান সমস্যায় ভরে থাকবে। সারাদিন শারীরিক কষ্ট থাকবে। অতীতের অযত্ন স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে পরিশ্রমের কাজ করার ক্ষমতা থাকবে না। পরিস্থিতির কারণে দৌড়ঝাপ থাকবে না। শারীরিক ও আর্থিক ঝুঁকি নেবেন না। কর্মক্ষেত্রে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। লাভের সুযোগ পাবেন। সরকারি বা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। তবে তাঁদের কাছ থেকে অধিক প্রত্যাশা করবেন না। পরিচিত ব্যক্তির সহযোগিতায় সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। গণেশ চালিসা পাঠ করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকদের আজকের দিনটি শুভ। আকস্মিক ধন লাভের যোগ রয়েছে। পরিবারে মনোমালিন্য ও অবসাদ থাকবে। মানসিক সমস্যা হতে পারে। পরিবারের কোনও সদস্য অনৈতিক দাবীদাওয়া নিয়ে আপনাকে বিরক্ত করতে পারে। কার্যপ্রণালীর গতি কম থাকবে। নিজের কথায় অনড় থাকবেন। সার্বজনিক ক্ষেত্রে সৎ ও বুদ্ধিমান ব্যক্তি হিসেবে আপনার ভাবমূর্তি গড়ে উঠবে। কর্মক্ষেত্রে কম সময়ের মধ্যে অধিক লাভের ফলে আপনার রুচি বাড়বে। সন্ধ্যা নাগাদ কোনও পুরনো কাজ হওয়ায় আর্থিক লাভ হবে। ভবিষ্যতে লাভের পথ প্রশস্ত হবে। সন্ধ্যার পর মনস্কামনা পূরণ হবে। পারিবারিক সুখ লাভ করবেন। স্বাস্থ্য় দুর্বল থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সাদা চন্দনের তিলক লাগান ও শিবকে তামার লোটায় জল নিবেদন করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির জাতকদের আজকের দিনটি অনুকূল। তবে তাড়াহুড়োর কারণে আপনার লোকসান হতে পারে। পারিবারিক বিষয় বা ব্যবসায় যে রণনীতি তৈরি করবেন, তাতে প্রথম থেকেই বিরোধিতার মুখে পড়তে পারেন। পৈতৃক সম্পত্তি বিক্রির চিন্তাভাবনা করতে পারেন। তবে কোনও সদস্যের সহমতি না-পাওয়ায় এই কাজে বিলম্ব হতে পারে। দুপুর নাগাদ কর্মক্ষেত্রে চুরি বা অন্য কোনও লোকসান হতে পারে। সতর্কতার সঙ্গে কাজ করুন। কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। হাল্কা খাবার খান, তা না-হলে সমস্যা সম্ভব।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গোরুকে গুড় খাওয়ান।

​​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ ফলদায়ী। দিনের শুরু থেকেই পরিকল্পিত প্রকল্পে বিপরীত প্রতিক্রিয়া দেখা যাবে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তবে অতিআত্মবিশ্বাস এড়িয়ে যান। তা না-হলে অপমানিত হতে পারেন। অতীতের কোনও গাফিলতি বা ভুলের কারণে সরকারি চাকরিজীবীদের লোকসান হতে পারে। কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধন লাভের সম্ভাবনা রয়েছে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ   ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর পুজো করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: ​কন্যা রাশির জাতকদের আজকের দিনটি নানান জটিলতায় ভরে থাকবে। সকাল থেকে মনের মধ্যে হতাশা জাগবে। আর্থিক বা অন্য কোনও ক্ষেত্রে প্রতিশ্রুতি পূরণ করতে না-পারার কষ্ট মনের মধ্যে থাকবে। অর্থ উপার্দজনের ভুল পন্থা অবলম্বন করতে পারেন। এর ফলে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হবেন। কর্মক্ষেত্রে সংঘর্ষ হবে। অর্থ লাভের একাধিক পন্থা অবলম্বন করবেন। তবে সাফল্য লাভ সহজ হবে না। সরকারি বিরোধী ক্রিয়াকলাপ ও বিপরীত লিঙ্গের থেকে দূরত্ব বজায় রাখুন। পরিবারে ভুল বোঝাবুঝি হতে পারে। মায়ের কথা উপেক্ষা করবেন। তা না-হলে সমস্যায় পড়বেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ   ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবাণ পাঠ করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: ​তুলা রাশির জাতকরা আজ কোনও না-কোনও ভাবে অর্থ লাভ করতে পারেন। তবে এর জন্য অপ্রয়োজনীয় চাপ নিতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে। কাজের গতি কমবে। কোনও প্রয়োজনীয় কাজে বিলম্ব হবে। যার ফলে সেই কাজ পূর্ণ হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কোনও পুরনো কাজ ভেস্তে যাওয়ায় হতাশ হবেন। তবে সঙ্গে সঙ্গে অন্য চাকরি বা চুক্তি লাভ করার ফলে স্বস্তি পাবেন। বিনম্র থাকলে ধন লাভ সম্ভব। ধৈর্যের অভাবের কারণে পরিবারে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। সংঘর্ষ উৎপন্ন হবে। আকস্মিক যাত্রার দ্বারা লাভ হবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ   ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুকে বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকরা আজ সমস্ত কাজ সতর্কতার সঙ্গে সম্পন্ন করুন। সন্ধ্যা পর্যন্ত কর্মক্ষেত্র বা অন্য কোনও মাধ্যমের দ্বারা ধন লাভ হবে। ব্যবসায়ীরা মুনাফা অর্জনের চেষ্টা করবেন। ঝুঁকিপূর্ণ কাজে লগ্নি করবেন না। এ ছাড়াও অন্য কোনও কাজে লগ্নি করবেন না। বুদ্ধিজীবীদের দ্বারা জ্ঞান লাভের যোগ তৈরি হবে। মা-বাবা জীবনসঙ্গীর সঙ্গে বিচারধারার মতভেদ উৎপন্ন হতে পারে। জটিলতায় না-জড়িয়ে শান্ত থাকার চেষ্টা করুন। পরিস্থিতি উন্নত হবে। শরীরে ব্যথা হতে পারে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  আজ ৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। পিঁপড়েকে আটা খাওয়ান।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির জাতকরা আজ মিশ্র ফলাফল পাবেন। দিনের শুরুতে ছোটবড় লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে। কোনও প্রিয় মানুষের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। লাভজনক সুযোগ চোখের সামনে দেখেও কিছু করতে পারবেন না। কিছু দিন ধরে আটকে থাকা আর্থিক বিষয় আপবার প্র্যাক্টিকাল বুদ্ধির জোরে পূর্ণ হবে। সন্ধ্যার আগে প্রয়োজনীয় কাজ পূরণ করার চেষ্টা করুন, কারণ তার পর পরিস্থিতি ক্ষতিকর হতে পারে। পরিবারে শান্তি থাকবে। পরিজনদের সঙ্গে আবেগপ্রবণ সম্পর্ক বজায় থাকবে। সন্ধ্যা নাগাদ ব্যাকুল দেওয়ার মতো সংবাদ পাবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  ভাগ্য আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। শ্রী শিব চালিসা পাঠ করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির জাতকদের আজ ঘর ও কর্মক্ষেত্রে বিপরীত পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। দিনের শুরুতে স্বাস্থ্য দুর্বল হতে পারে। এর ফলে দৈনন্দিন কাজে বিলম্ব হতে পারে। বাড়ি ও পরিবারে ভেবেচিন্তে কথা বলুন। তা না-হলে আপনার কথায় কেউ কষ্ট পেতে পারেন এবং কাজে বাধা সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে ব্যয়ের তুলনায় আয় কমবে। পরিবারে বিবাদ সম্ভব। গলার সংক্রমণ হতে পারে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  ভাগ্য আজ ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সূর্যকে অর্ঘ্য দিন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​: কুম্ভ রাশির জাতকদের ব্যক্তিত্ব বিকশিত হবে। সমাজের বরিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। অহংকার থাকবে, এর ফলে সবার সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। সন্তানের উন্নতিতে বাধা আসবে। কাজ ও ব্যবসায় এই পরিস্থিতি থাকতে পারে। কোনও বড় পরিকল্পনার শুরুতে ভুল পথ প্রদর্শন পাওয়ায় সমস্যায় পড়তে পারেন। দুপুরের পর কাজ সম্পন্ন হওয়ায় ধন আগমন হবে। লটারি, বেটিং বা ঝুঁকিপূর্ণ কাজে লগ্নি করলে অদূর ভবিষ্যতে লাভ হতে পারে। অন্য কাজও লগ্নি করতে পারেন। হাড়ের সমস্যা দেখা দিতে পারে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। হলুদ কাপড়ে ছোলা ডাল ও গুড় বেঁধে বিষ্ণু মন্দিরে নিবেদন করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির জাতকদের আজকের দিনটি সাফল্যদায়ক। তবে কোনও কারণে শঙ্কিত থাকবেন। অধিক চিন্তাভাবনার কারণে লাভের সুযোগ হাতছাড়া হবে। কর্মক্ষেত্রে নতুন প্রকল্পে কাজ শুরু করার সুযোগ পাবেন। পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কাজ করুন, এর উন্নতি সম্ভব। ধন লাভের সম্ভাবনা নেই, তবে কাজ পূর্ণ হতে পারে। পরিবারের পরিবেশ অবসাদপূর্ণ থাকবে। তবে বোধবুদ্ধি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভের ফলে আনন্দিত হবেন। ব্যবসায়ীরা ভবিষ্যৎ উন্নত করার সুযোগ পাবেন। পরিবারে শান্তি বজায় থাকবে। সর্দি-কাশি হতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ   আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সকালে সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।

http://www.anandalokfoundation.com/