ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ শুক্রবার জেনে নিন রাশিফল ও আপনার ভাগ্য বদলে পরামর্শ

ডেস্ক
May 19, 2023 8:45 am
Link Copied!

আজকের রাশিফল ও আপনার ভাগ্য বদলে পরামর্শ . আজ চন্দ্র শশ নামর রাজযোগ নির্মিত করেছেন। অন্য় দিকে মেষ রাশিতে চন্দ্র, বুধ, বৃহস্পতি এবং রাহু মিলে চতুর্গ্রহী যোগ তৈরি করেছে। আজ ভরণী নক্ষত্র শেষে কৃতিকা নক্ষত্রের প্রভাব থাকবে। আপনার ভাগ্য বদলে পরামর্শ : এই পরিস্থিতিতে আজকের দিনটি ৪ রাশির জাতকদের ভাগ্যোন্নতি ঘটাবে। রাশি অনুসারে জেনে নিন আপনার ভাগ্য বদলে পরামর্শ

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকরা আজ কাজের ক্ষেত্রে সাফল্য় লাভ করবেন। আপনার জন্য় নতুন কোনও সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আজ ভেবেচিন্তে যে কোনও কাজ করুন। সন্ধ্যাবেলা পরিবারের ছোট বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটাবেন। সন্তানের ভবিষ্যতের কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে। রাতের বেলা পরিজনদের সঙ্গে কথাবার্তা বলে সময় কাটাবেন। ব্যবসার জন্য পরিবারের সদস্যদের পরামর্শ নিতে হবে।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ  আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। পার্বতী ও উমার পুজো করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির ব্যবসায়ীরা আজ কোনও সুসংবাদ পেতে পারেন। জমি কেনার আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন, তা না-হলে পড়ে অনুতাপ হতে পারে। আজ আর্থিক কাজে বিলম্ব হতে পারে। এর ফলে হতাশ হবেন। চাকরিজীবীরা অফিসে সমস্যার মুখোমুখি হবেন। তবে বরিষ্ঠ আধিকারিকদের সাহায্যে তা সমাপ্ত করতে পারবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। গুরুজন ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকদের নিজের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। আজকের দিনটি স্বাস্থ্যে ওঠাপড়া দেখা দেবে। এই রাশির ছাত্রছাত্রীরা নতুন কোর্সে ভরতি হতে চাইলে তাঁদের জন্য সময় ভালো। কাজ ও ব্যবসায়ে গম্ভীর থাকবেন। তবে কোনও কারণে মনে চিন্তা থাকবে। কোনও হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন। এর ফলে মনে আনন্দ দেখা দেবে। আজ কোনও সুসংবাদ পেতে পারেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিব চালিসা পাঠ করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির জাতকদের জীবনে আজকের দিনটি পরিবর্তন নিয়ে আসবে। নতুন কাজ শুরু করলে তাতে কিছুক্ষণের জন্য বাধা সৃষ্টি হতে পারে। তবে কিছু সময় পর আপনাদের সমস্ত কাজ পূর্ণ হবে। সামাজিক ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের কিছু সমস্যা মোকাবিলা করতে হবে। এর ফলে চিন্তিত হবেন আপনারা।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা বস্তু দান করুন।

​​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকরা আজ যে কাজ করবেন, তাতে মনের মধ্যে বিভ্রন্তি থাকবে। তবে কোনও কাজ সম্পন্ন করতে পারলে আপনার সাফল্য লাভ নিশ্চিত। ব্যবসায়ীদের আয় বৃদ্ধি ফলে ব্য়য় বাড়তে পারে। বাড়ির ইতিবাচক পরিবেশ আপনার মেজাজ ভালো রাখবে। সম্পত্তি সংক্রান্ত মামলা আধিকারিকদের সহযোগিতায় মিটিয়ে নেবেন। এতে সাফল্য লাভ করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   ভাগ্য ৬৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: আজ কন্যা রাশির জাতকরা সৃজনশীল কাজ করবেন। আপনার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বেরিয়ে আসবে। এতে আপনি সফল হবেন। ব্যবসার জন্য কোনও সিদ্ধান্ত গ্রহণের জন্য় দিন ভালো। তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, তা না-হলে ভবিষ্যতে সমস্যায় জড়াতে পারেন। চাকরিজীবীরা সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। কর্মক্ষেত্রে শত্রু পরাজিত হবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে মায়ের কথা কাটাকাটি হতে পারে।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করবেন। অতীতের কাজের জন্য সম্মানিত হবেন। শ্বশুরবাড়ির তরফে লাভ হতে পারে। প্রেম জীবনে কোনও কারণে আপোস করতে হবে। চাকরিজীবীরা সময়ের আগে নিজের কাজ সম্পন্ন করবেন। যার ফলে শত্রুরাও বিরক্ত হয়ে পড়বে।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   ভাগ্য ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুবি ভালো। সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। কারও সাহায্য করে মানসিক শান্তি পাবেন। বন্ধু সংখ্যাও বৃদ্ধি পাবে। মা-বাবার সেবা করার সুযোগ পাবেন। তাঁদের সহযোগিতায় পারিবারিক ব্যবসায় সাফল্য লাভ করবেন। অফিসে কাজের ভালো পরিবেশ থাকবে না। কর্মক্ষেত্রে করও সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। ধৈর্য ধরুন। প্রেম জীবনে আনন্দিত থাকবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি কঠিন। পাশাপাশি বিবাহযোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। এই রাশির ছাত্রছাত্রীরা নিজের ক্ষমতা যাচাই করার সুযোগ পাবেন। কোনও কারণে বাবার সঙ্গে তর্ক বাঁধাতে পারেন। এর ফলে পারিবারিক পরিবেশ অবসাদপূর্ণ হবে। ব্যবসায় কাজ কম হলেও ধন লাভ হবে প্রচুর। ধন আগমন হবে, এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   ভাগ্য আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণুর আরাধনা করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির জাতকরা আজ নিজের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন না। ব্যবসায়িক কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতক। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা আজ কোনও সুসংবাদ পেতে পারেন। সন্তানের বিবাহে কোনও সমস্যা দেখা দিলে, তা সমাধানের জন্য বাবার পরামর্শ নেবেন। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে ঘুরতে যাবেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   ভাগ্য আজ ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​: কুম্ভ রাশির জাতকরা আজ অফিসে ধৈর্য সহকারে কাজ করুন। অফিসে ধৈর্য ধরে ও সংযমী হয়ে সমস্ত সমস্যার সমাধান করবেন। প্রেম জীবন ভালো থাকবে। ব্যবসায় নিজের বিবেকবুদ্ধি প্রয়োগ করে নতুনত্ব আনবেন। ছাত্রছাত্রীরা অসম্পূর্ণ লক্ষ্য পূরণের জন্য শিক্ষকদের সাহায্য নেবেন। বহুদিন ধরে কাজ অসম্পূর্ণ থাকলে তা পূরণ করার জন্য প্রস্তুত থাকুন।

আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   ৬০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সরস্বতীর পুজো করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির জাতকরা ব্যবসা সংক্রান্ত কোনও চুক্তি চূড়ান্ত করার সময়ে কোনও ধরনের দুশ্চিন্তায় ভুগবেন না। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। তবে কিছুটা কঠিন পদক্ষেপ গ্রহণ করলে তা রাখা সম্ভব হবে। সন্ধ্যাবেলা সকলে নিজের সমস্যা আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এগিয়ে আসবেন। আপনার পরামর্শ সকলের জন্য লাভজনক প্রমাণিত হবে। আপনার সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। মা-বাবার সেবায় রাত কাটাবেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ   আজ ৯৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। কৃষ্ণের পুজো করুন।

http://www.anandalokfoundation.com/