আজ লক্ষ্মীবার বৃহস্পতিবারের রাশিফল ও ভাগ্য বদলে উপায়ঃ চন্দ্র স্বরাশি কর্কটে সঞ্চার করবে। চন্দ্র-মঙ্গল যোগের প্রভাবে মেষ রাশির জাতকরা লাভান্বিত হতে পারেন। সিংহ রাশির জাতকদের ব্যস্ততা বাড়বে। কুম্ভ রাশির জাতকদের কাজ ও ব্যবসার প্রতি গাম্ভীর্য কমবে। এ ছাড়াও লক্ষ্মীবারের দিনে কোন কোন রাশির জাতক লাভান্বিত হবেন এবং কাদের লোকসান হবে। জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে উপায়।
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকদের পারিবারিক সুখ বৃদ্ধি হবে। আজকের দিনে যে সুযোগ পাবেন তাঁর সদ্ব্যবহার করুন। চাকরিজীবীরা উচ্চাধিকারীকদের ঘনিষ্ঠ হওয়ার ফলে লাভান্বিত হবেন। ব্যবসায়ীরা পুরনো কাজ থেকে শীঘ্র লাভ অর্জন করতে পারবেন। ব্যবসায়িক কাজে আশাজনক লাভ অর্জন করতে পারবেন। দীর্ঘকালীন মেয়াদের ফলে লাভ হবে। তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে শেয়ার বাজারে লগ্নি করুন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। সন্ধ্যা নাগাদ সুসংবাদ পাওয়ায় আনন্দিত হবেন।
আপনার ভাগ্য বদলে উপায়ঃ আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। বিষ্ণু পুজো ও হলুদ রং ব্যবহার করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকদের আজকের দিনটি সাধারণের তুলনায় ভালো থাকবে। সারাদিন ব্যস্ততায় কাটবে। তবে ধীরে ধীরে সমস্ত কাজ সম্পন্ন হওয়ায় মনে আনন্দ থাকবে। ব্যবসায় মাথা খাটাতে হবে। প্রতিযোগিতা বাড়বে। অর্থ লাভের জন্য অধিক দৌড়ঝাপ করতে হবে। সামাজিক কাজে অংশগ্রহণ করার ফলে সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। কোনও ভুল বোঝাবুঝির কারণে পরিবারের পরিবেশ খারাপ হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কাজ আপাতত বন্ধ করুন। তা না-হলে কোনও বড় সমস্যা উৎপন্ন হতে পারে। ভাই-বোনের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে, তবে মতভেদও থাকবে আপনাদের মধ্যে। পারিবারিক সুখ ভোগ করবেন।
আপনার ভাগ্য বদলে উপায়ঃ ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। স্নানের সময়ে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকরা অনৈতিক কাজ থেকে দূরত্ব বজায় রাখুন। মান-সম্মানে লোকসান হতে পারে। পরিবারে অন্য কোনও মহিলার কারণে কলহ ও বিবাদ উৎপন্ন হতে পারে। আবেগ বৃদ্ধি পাওয়ায় বিপরীত লিঙ্গের প্রতি শীঘ্র আকৃষ্ট হবেন। মনের মধ্যে উৎসাহ থাকবে। তবে কোনও কাজ সম্পন্ন হবে না, যার ফলে মনে নেতিবাচক শক্তির প্রভাব বাড়বে। তবে সন্ধ্যাবেলা আকস্মিক সুসংবাদ পাবেন। যা আপনাকে স্বস্তি দেবে। কর্মক্ষেত্রে চুপ থেকে কাজ করে যান। মনের হতাশা আবেগ হিসেবে ঝরে পড়তে পারে।
আপনার ভাগ্য বদলে উপায়ঃ ভাগ্য ৬৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণুকে বেসনের লাড্ডুর প্রসাদ নিবেদন করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকদের আজকের দিনটি সুখ-শান্তিতে কাটবে। অফিস ও পরিবারের মধ্য়ে সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে সমস্যায় জড়াবেন। সফল হবেন। সুখে দিন কাটবে। মহিলারা বিনোদনের মেজাজে থাকবেন, এর ফলে বাড়ির কাজে দেরি হতে পারে। সামাজিক কাজে যোগদান কমবে, তবে আপনাদের সম্মান বজায় থাকবে। প্রেম জীবনে সমস্যার পর ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা বিশ্রামের কারণে কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন না। ব্যবসায়ীরা লাভান্বিত হওয়ায় ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিন্ত থাকবেন। সন্ধ্যাবেলা ব্যয় হবে।
আপনার ভাগ্য বদলে উপায়ঃ আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। পিঁপড়েকে আটা খাওয়ান ও কলা গাছের পুজো করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র ফলদায়ক। আলস্যের কারণে আবশ্যত কাজে বিলম্ব হবে। কোনও কাজ তাড়াতাড়ি করতে চাইবেন না। তবে একবার সেই কাজ শুরু করার পর তা পূর্ণ করতে সফল হবেন। ব্যবসায়িক গতির কারণে ব্যস্ততা বাড়বে। ঠিকঠাক পরিমাণে অর্থ লাভ হবে। চাকরিজীবীরা তাড়াহুড়োয় কাজ করবেন, যার ফলে ভুল হতে পার, তাই সতর্ক হন। কারও উসকানিতে অপশব্দ প্রয়োগ করবেন না। এর ফলে ছোটখাটো বিষয়ে জটিল হয়ে যেতে পারে। মহিলাদের মনে নেতিবাচক চিন্তাভাবনা জাগবে। এর ফলে গৃহস্থদের লাভ হবে।
আপনার ভাগ্য বদলে উপায়ঃ ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর পুজো করুন।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকরা আজ আবেগতাড়িত হয়ে নিজের লোকসান করে ফেলতে পারেন। বিনোদনের প্রতি অধিক মনোনিবেশ করায় গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে যেতে পারে। তবে আর্থিক দিক দিয়ে দিন ভালো। সন্ধ্যার আগের সময়ে ব্যবসায় উন্নতি হবে। কেউ আপনার উদার মনোভবের ভুল সুযোগ তুলতে পারে। আবেগতাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না, তা না-হলে পরবর্তীকালে সমস্যায় জড়াতে পারেন।
ভাগ্য ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। আটার মধ্যে ছোলা ডাল, গুড় ও হলুদ মিশিয়ে গোরুকে খাওয়ান।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকদের আর্থিক জটিলতা বাড়তে পারে। পরিবারের কোনও সদস্যের উগ্র ব্যবহারের কারণে বাড়ির পরিবেশ খারাপ হবে। বাড়ির বয়স্কদের পথ প্রদর্শন কার্যকরী হবে। ধর্মীয় কাজে রুচি নেবেন। চাকরিজীবীরা অফিসে স্পষ্টতার সঙ্গে কাজ করুন। আধিকারিকদের কথা না-শুনলে এটি আপনার পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। সতর্ক থাকুন। ব্যবসায়ীরা নতুন কাজে অর্থ লগ্নি করলে সমস্যা বাড়তে পারে। সন্ধ্যাবেলা আকস্মিক ধন লাভ করায় স্বস্তি পাবেন। তবে ব্যয় বাড়ায় সঞ্চয় করতে পারবেন না।
আপনার ভাগ্য বদলে উপায়ঃ ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। হলুদ কাপড়ে ছোলার ডাল ও গুড় বেঁধে বিষ্ণু মন্দিরে নিবেদন করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি মাঝারি ফলদায়ী। সকাল থেকে কাজে ব্যস্ত থাকায় লাভের সম্ভাবনা বাড়বে, তবে ক্লান্তি অনুভব করবেন। ব্যবসায়ীরা আজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দোটানায় পড়বেন। ব্যবসায়িক গতিবিধি বজায় থাকবে এবং সন্তোষজনক পরিস্থিতি থাকবে। যেখান থেকে অধিক লাভের প্রত্য়াশা রয়েছে সেখানেই হতাশ হবেন। আবার যেখান থেকে লাহেক সম্ভাবনা কম, সেখানেই অধিক লাভ হবে। পারিবারিক কাজ বাড়ায় ব্যস্ততা বাড়বে। তা সত্ত্বেও পরিবারের সদস্যদের পুরোপুরি সন্তুষ্ট করবেন না। কারও রাগ সহ্য করতে হবে।
আপনার ভাগ্য বদলে উপায়ঃ আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। কলা গাছের পুজো ও দরিদ্রদের হলুদ বস্ত্র দান করুন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকরা আজ যে কাজ করবেন, নিকট ভবিষ্যতে তার ফলাফল পাবেন। অধিক পরিশ্রম করলেও, ফলাফল লাভে বিলম্ব হবে। মানসিক কাজে সাফল্য লাভ সম্ভব। অন্যদের তুলনায় বুদ্ধিমান মনে হবে আপনাকে। তবে এর দ্বারা আর্থিক দিক থেকে লাভান্বিত হবেন না। ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করবেন, তবে বাস্তব দেখে এ সব অলীক কল্পনা মনে হবে। কাজ ও ব্যবসায় আংশিক লাভ হবে। প্রতিদিনের ব্যয়ের টাকা জোগাড় করে নিতে পারবেন। আর্থিক কারণে পারিবারিক প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন না।
আপনার ভাগ্য বদলে উপায়ঃ ভাগ্য আজ ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। কব্জি ও ঘাড়ে হলুদের তিলক লাগান।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকরা নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। মনের কথা সকলের সামনে বললে পরবর্তী কালে সমস্যা হতে পারে। ভালো ভাবে কাজ সম্পন্ন হবে। তবে অন্যের পরামর্শ নিয়ে জরুরি কাজ সম্পন্ন করুন। আধ্যাত্মিক কাজে অধিক রুচি নেবেন। নিগূঢ় বিষয় জানার লালসা থাকবে। তীর্থ যাত্রা ও অন্যান্য পুণ্য কাজে মনোনিবেশ করবেন। এর ফলে মানসিক শান্তি লাভ করবেন। আর্থিক দিক দিয়ে মিশ্র দিন। বিক্রয় ঠিকঠাক থাকবে, তবে অর্থ আগমন নিশ্চিত হবে।
আপনার ভাগ্য বদলে উপায়ঃ ভাগ্য আজ ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। ঠাকুরঘরে হলুদের মালা টাঙিয়ে দিন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকরা আজ কারও কথায় কান দেবেন না। বিভ্রান্তিকর কথায় শীঘ্র বিশ্বাস করলে লোকসান সম্ভব। ব্যবহারের কারণে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে। এই রাশির জাতকদের স্বাস্থ্যে ওঠা-পড়া দেখা দিতে পারে। কাজ ও ব্যবসার প্রতি গাম্ভীর্য থাকবে। ব্যবসায়ীদের ব্যবহারে লোকসান সম্ভব। কুম্ভ রাশির জাতকরা আর্থিক লগ্নি এড়িয়ে যান। প্রতিযোগীরা প্রভাব বিস্তারের চেষ্টা করবেন। কারও সাহায্য ছাড়া ধন লাভ অসম্ভব হয়ে পড়বে। পারিবারিক পরিবেশ অস্থির থাকবে। সদস্যের মধ্যে সহমত না-হওয়ায় সংঘর্ষ সম্ভব। মহিলাদের কথা উপেক্ষা করা কঠিন হয়ে পড়বে। বিপরীত লিঙ্গের আকর্ষণের প্রতি মান-সম্মান কমবে। সতদর্ক থাকুন।
আপনার ভাগ্য বদলে উপায়ঃ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। হলুদ চন্দনের তিলক লাগান ও শিবকে তামার লোটায় জল নিবেদন করুন।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকরা কাজে সাফল্য লাভ করবেন। মহিলারা পুরুষদের তুলনায় অধিক প্রভাবশালী প্রতিপন্ন হবেন। মীন রাশির জাতকদের পারিবারিক পরিবেশ সাধারণ থাকবে। কারও সাহায্য নিতে চাইবেন না। তবে আর্থিক বিষয়ে আপনার মতামত পাল্টাতে পারে। চাকরিজীবীরা সুসংবাদ পাবেন। ব্যবসায়ীরা নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে তাঁদের অবশ্যই লাভ হবে। আত্মবিশ্বাস বাড়বে। তবে জটিলতার কারণে কিছু সময়র জন্য দোটানায় পড়তে পারেন।
আপনার ভাগ্য বদলে উপায়ঃ আজ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। হলুদ কাপড়ে কলা গাছের শিকড় বেঁধে গলায় ধারণ করুন।