14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে যশোরে ভারতীয় ভিসার আবেদন জমা নেয়া হবে

admin
December 19, 2016 8:52 pm
Link Copied!

যশোর অফিস
যশোর শহরের বারান্দীপাড়ার নড়াইল রোড এলাকায় সাবেক বেগম কমিউনিটি সেন্টার এর দ্বিতীয় তলায় অবস্থিত ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। ২০ডিসেম্বর সকাল থেকে যশোরে ভারতীয় ভিসা এপ্লিকেশন জমা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপরে সাথে কথা বলে জানা গেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরিচালিত ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টারে কার্যক্রম আজ শুরু হবে। ভারতীয় ভিসা আবেদনকারীদের সুবিধার জন্য মঙ্গলববার সকাল থেকে ভিসা আবেদনকারীরা এপ্লিকেশন জমাদান করবে। যেকোন দিন আনুষ্ঠানিকভাবে এর ব্যপক কার্যক্রমের উদ্বোধন করবেন। এখানে টুরিস্ট ভিসা (এপয়েন্টমেন্ট অনুযায়ী) ও মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা (বিনা এপয়েন্টমেন্টে) গ্রহন করা হবে।

http://www.anandalokfoundation.com/