আজ ১ জুলাই আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি। আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। করোনাকালে ২ বছর দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকার পর এবার পুরোদমে চলছে রথযাত্রার আয়োজন। আষাঢ় মাস মানেই রথযাত্রা। তার আগে জ্যৈষ্ঠ শেষে জগন্নাথদেবের স্নানযাত্রা।
রথযাত্রার দিনক্ষণ
- ৩০ জুন তারিখের সকাল ১০টা ৪৯ মিনিটে শুরু হয়েছে দ্বিতীয়া এবং শেষ হবে আজ ১ জুলাই দুপুর ১ টা ৯ মিনিটে।
রথযাত্রার সময়সূচী
- রথযাত্রা শুরু হবে ১ জুলাই শুক্রবার।
- হেরা পঞ্চমীর দিনটি চিহ্নিত করা হয়েছে (যে প্রথম পাঁচদিন সময়কালে প্রভু জগন্নাথ মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে বাস করবেন।) জুলাই মাসের ৫ তারিখ, মঙ্গলবার।
- সন্ধ্যাদর্শন হবে জুলাই মাসের ৮ তারিখ, শুক্রবার।
- বহুড়া যাত্রা (এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে নিজ গৃহে ফিরে আসেন) হবে ৯ জুলাই, শনিবার।
- সুনা বেশ বা রাজরাজেশ্বর বেশ এর দিন ১০ জুলাই, রবিবার।
- আধার পানা প্রথা (রথের উদ্দেশ্যে নিবেদিত দুধ, চিনি, পনির, শুকনো ফল দিয়ে তৈরি বিশেষ পানীয়) হবে ১১ জুলাই, সোমবার।
- নীলাদ্রি বিজে-এর জন্য স্থির হয়েছে ১২ জুলাই, মঙ্গলবার দিনটি।
রথযাত্রার গুরুত্ব
বছরের এই সময়ে প্রভু জগন্নাথ তাঁর ভাই ও ভগ্নীর সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান। পুরীর জগন্নাথদেব মন্দির থেকে তিন কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে। সেখানে আটদিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তাঁরা।
রথযাত্রা জগন্নাথদেবের ভক্তদের কাছে রথযাত্রা অত্যন্ত পবিত্র উৎসব। ওড়িয়া ভাষায় রথের রশি হল ‘দৌড়ি’। জগন্নাথদেবের রথের নাম নন্দিঘোষ। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালধ্বজ। এই রথের রশির নাম বাসুকী নাগ। সুভদ্রার রথের নাম দেবদলন। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ।
ভারতে রথযাত্রা উৎসব
উড়িষ্যা রাজ্যের পুরীতে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রায় সমগ্র দেশ থেকে ভক্তের দল পুরীর মন্দিরে সমবেত হচ্ছে এই পবিত্র উৎসব চাক্ষুষ করতে। দেবী সুভদ্রা, প্রভু বলভদ্র এবং এবং জগন্নাথ দেব আরোহণ করেন রথে। এরপর ভক্তগণ সেই রথের রশি ধরে টানে ও শুরু হয় রথযাত্রা উৎসব (Ratah Yatra Festival 2022)। জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরত্বে রয়েছ গুন্ডিচা মন্দির। এই মন্দিরকে জগন্নাথদেবের মাসির বাড়ি বলা হয়। রথযাত্রার সময় সেখানেই এসে থামে জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রাদেবীর রথ। সেখানেই পরবর্তী আটদিন কাটান তাঁরা। গুন্ডিচামন্দিরে রথ যাত্রা করে বলে এই যাত্রাকে গুন্ডিচাযাত্রাও বলা হয়। রথযাত্রার সময় গুন্ডিচা মন্দিরেও প্রচুর ভিড় হয়। মনে করা হয়, গুন্ডিচাযাত্রার সময় প্রভু জগন্নাথদেবের দর্শন পেলে আর কোনও পাপ থাকে না। স্থান হয় জগন্নাথদেবের চরণে।
ভারতের কলকাতার ইসকনের রথের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও মায়াপুরের ইসকন মন্দির, মাহেশ, গুপ্তিপাড়া ও কলকাতায় বেশ কয়েকটি প্রাচীন-ঐতিহ্যবাহী রথ বের হয়। সব জায়গাতেই চলছে তুলির শেষ টানের কাজ।
গত দু’বছরে করোনার আতঙ্ক কাটিয়ে লাখো লাখো ভক্ত মেতে উঠবে রথযাত্রা উৎসবে। জোর কদমে চলছে মায়াপুর ইসকনের রথের শেষবেলার প্রস্তুতি। রথের চাকায় রঙের প্রলেপ লাগানো ইতিমধ্যেই শেষ। সেই মাহেন্দ্রক্ষনের অপেক্ষায় ভক্তরা। কখন টান পড়বে জগন্নাথ দেবের রথের রশিতে।
ইতিমধ্যেই মায়াপুর ইসকন থেকে তিনটি পৃথক রথ রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক রথ আসবে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে।
এবারের বিশেষ আকর্ষণ, পুরীর বলরামের রথের চাকা আনা হয়েছে মায়াপুর ইসকন মন্দিরে। পাশাপাশি ইসকন কর্তৃপক্ষের আবেদন জানিয়েছিলেন, রেল কর্তৃপক্ষকে রথের দিন এবং উল্টো রথের দিন স্পেশাল ট্রেন দেওয়ার জন্য। ইতিমধ্যেই শিয়ালদা ও হাওড়া দুটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে ওই দিনের জন্য। সেইমতোই রেল কর্তৃপক্ষ ২টি রেলের ব্যবস্থা করেছে। তাই রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ইসকন কর্তৃপক্ষ।
বাংলাদেশে রথযাত্রা উৎসব
বাংলাদেশের ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশো মাধবের রথযাত্রা শুরু হচ্ছে আজ আর ৯ জুলাই উল্টো রথ টানের মধ্যে দিয়ে রথযাত্রা শেষ হলেও মেলা চলবে মাসব্যাপী।এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ ৬০ ফিট উঁচু কাঠের তৈরি এই রথের ধোঁয়া-মোছার পর রঙ তুলির কাজও প্রায় শেষের দিকে। শেষ পর্যায়ের রঙ তুলির আচড় টানছেন কারিগররা। ধামরাইয়ে এবার রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলায় প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রকারের স্টলসহ সার্কাস ও পুতুল নাচের ব্যবস্থা করা হয়েছে।
আজ শুক্রবার এই রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শাসসুল আলম, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কে দোরাইস্বামী, ঢাকা- ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঢাকার বিভিন্ন মন্দিরে মহাধুমধামে চলছে রথযাত্রা উৎসবের আয়োজন। সব কিছু ঠিকঠাক থাকলে শুক্রবার বিকেল তিনটে নাগাদ রথযাত্রা উৎসবের শোভাযাত্রা শুরু হবে। ২০১৯ সালেই রাজপথে শেষ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। তার পর করোনা অতিমারির কারণে দু’ বছর রথযাত্রা উৎসব বন্ধ থাকে।
বৃহস্পতিবার ঢাকার স্বামীবাগ ইসকন মন্দিরে প্রবেশ করতেই দেখা গেল ভক্তদের ব্যস্ততা। শুক্রবার রথযাত্রা। এ বারে আয়োজনে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশে ইসকনের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানালেন, দু’ বছর রথযাত্রা বন্ধ থাকার কারণে ভক্তদের মন খারাপ ছিল। এ বারে আমরা ধুমধামের সঙ্গে রথযাত্রা করতে পারব। দূরদূরান্ত থেকে ভক্তরাও এসে শামিল হবেন।
দূর থেকেই দেখা গেল দশতলা ইসকন ভবনের কাজ জোরকদমে এগিয়ে চলছে। নীচের তলায় রাখা রথে রঙের কাজে শেষ আঁচড় দিচ্ছেন দু’ জন মিস্ত্রি। তাঁরাও খুবই আনন্দিত। জানালেন, দু’ বছর পর রথযাত্রা হচ্ছে।
শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী আরও বলেন, উন্মুক্ত পথে রথযাত্রা দু’ বছর হয়নি। ভেতরেই করেছেন তাঁরা। এ বারে মহাধুমধামে রথযাত্রা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে তাঁদের সকল আয়োজন সম্পূর্ণ হয়েছে। রথযাত্রায় এ বছর বিপুল মানুষের সমাগম ঘটবে।
ঢাকার কেন্দ্রীয় স্বামীবাগ ইসকন মন্দির থেকে বিকাল তিনটে নাগাদ রথযাত্রা শুরু হবে। ঢাকার বিভিন্ন রাজপথ ঘুরে ৬ কিলোমিটার পথ অতিক্রম করে পলাশিতে অবস্থিত জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে শেষ হবে। এটি হচ্ছে প্রতি বছরের রুটিন।
ইসকনের সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের প্রবর্তক ভগবান শ্রীশ্রীজগন্নাথদেব মানুষের কল্যাণ কামনায় নেমে আসেন। পুরীর পরই সর্ববৃহৎ এই রথযাত্রা হয় ঢাকায়। মূলত ঢাকার রথযাত্রা ঐতিহাসিক। দু’ বছর পর ঢাকার রাজপথে রথযাত্রার আয়োজন করতে পেরে প্রভুর কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন তাঁরা।
রথযাত্রা উপলক্ষ্যে মন্দিরপ্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত সময় পার করেন ব্রহ্মচারীরা। সদর দরজা থেকে ব্যারিকেড দিয়ে পথ তৈরি করা হয়েছে। প্রার্থনার বিশাল জায়গায় চারি দিকে রশি টেনে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। দৈহিক দূরত্ব বজায় রেখে প্রভুর প্রার্থনায় ভক্তরা যাতে যোগ দিতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে।
রথযাত্রার পথে প্রভুর কৃপালাভের উদ্দেশ্যে ভক্তরা লুটিয়ে পড়ে। ঢাকার রথযাত্রায় চলন্ত রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ বহু পুরোনো রেওয়াজ। এক কথায় ঢাকার রথযাত্রা নান্দনিক। সর্ব ধর্মের মানুষের এক মিলনমেলায় পরিণত হয় ঢাকার ঐতিহাসিক রথযাত্রা।