যশোর প্রতিনিধিঃ যশোরে জজ আদালতের আইনজীবী হেলাল উদ্দিন ও তার স্ত্রী ইভা বেগমের নামে কোতয়ালী থানায় ধর্ষণ, যৌন নিপীড়ন ও মারপিটের মামলা হয়েছে।
শুক্রবার এজাহার দিলেও শনিবার তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। এজাহার দেওয়ার পর পরই পুলিশ অ্যাডভোকেট হেলালকে আটক করে। মামলার বাদী তার বাসার সাবেক গৃহপরিচারিকা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের এক দিনমজুরে স্ত্রী। তিনি বর্তমানে শহরের কাজীপাড়ায় আনু কাজীর বাড়িতে ভাড়া থাকেন। মামলায় আসামি করা হয়েছে কাজীপাড়া এলাকার মৃত মাহবুব আলমের ছেলে হেলালউদ্দিন ও তার স্ত্রী ইভা বেগমকে। এজাহারে মারপিট, যৌন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
বাদীর অভিযোগ, তিনি ২০০০ সাল থেকে ওই বাসায় কাজ করতেন। তখন হেলাল-ইভা দম্পতি নিঃসন্তান ছিলেন। আট বছর আগে বাদীর শিশু মেয়েকে (১০) ওই বাসায় গৃহপরিচারিকার কাজে নেন দম্পতি। তারা শিশুটিকে কাজের পাশাপাশি লেখাপড়া শিখিয়ে নিজের মেয়ের মতো করে মানুষ করে বিয়ে দেবেন বলে আশ্বাস দেন। পরে হেলাল-ইভা দম্পতির একটি পুত্র সন্তান জন্মায়। ২০১৪ সালের ২৬ মে বাদী তার মেয়েকে দেখতে এসে পাননি। বলা হয়, ‘সে বেড়াতে গেছে’। ৩-৪ দিন পর তিনি ফের ওই বাড়িতে এসে মেয়েকে অসুস্থ অবস্থায় পান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সে কারণে মেয়েকে তিনি নিজ বাড়িতে নিয়ে যান।
মেয়েটি তার মাকে জানায়, ইভা সন্তানসম্ভবা থাকাকালে হেলাল উদ্দিন প্রতিরাতে তাকে ধর্ষণ করতেন। একদিন হেলালের স্ত্রী ইভা বেগম রাতে বাথরুমে যাওয়ার সময় মেয়েটির প্যান্ট খোলা দেখতে পান। এসময় তিনি মেয়েটির যৌনাঙ্গ কাঁচি দিয়ে কেটে দেন। এর পর থেকে ইভা বেগম মেয়েটিকে কারণে-অকারণে নিয়মিত মারপিট করতেন। সে কারণে তার সারা শরীরে ক্ষতচিহ্ন। বাদী অভিযোগ করেন, এ ঘটনা এলাকাবাসীকে জানালে তারা শালিশ করেন। শালিশের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাডভোকেট হেলাল মেয়েটির বিয়ের ব্যবস্থা করা এবং বিয়ে না হওয়া পর্যন্ত তিন হাজার টাকা করে চিকিৎসা খরচ দিতে বাধ্য। কিন্তু হেলাল প্রথম কয়েক মাস টাকা দিলেও পরে বন্ধ করে দেন। অথচ মেয়েটির যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত এখনও রয়ে গেছে।
চিকিৎসা খরচ বন্ধ করে দেওয়ায় বাধ্য হয়ে অ্যাডভোকেট হেলাল ও তার স্ত্রী ইভা বেগমের বিরুদ্ধে মামলা করেছেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।
এব্যাপারে কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী বলেন, আইনজীবী হেলাল উদ্দিন একজন লম্পট। শুক্রবার তাকে আটক করা হয়েছে। তার স্ত্রী ইভা বেগম আরও খারাপ চরিত্রের। একটি অসহায় মেয়েকে এভাবে নির্যাতন করার কথ ভাবাও যায় না।’