13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অসন্তুষ্ট অমৃতা সারার পোশাকে!

admin
October 1, 2016 1:01 pm
Link Copied!

বিনোদন ডেস্ক: সারা আলী খান সাইফ আলী খান এবং অমৃতা সিংয়ের মেয়ে। সম্প্রতি কারিনা কাপুরের জন্মদিনে সবার নজর কেড়েছিলেন তিনি।

অনুষ্ঠানে নীল রংয়ের জিন্স এবং সাদা টপ পরেছিলেন সারা। এতে সবার নজরে এসেছিল সারার অ্যাবসও। কিন্তু মেয়ের এ ধরনের পোশাকে নাকি মোটেও খুশি নন মা অমৃতা সিং।

সাধারণত বড় কুর্তা এবং চুড়িদার পরেন অমৃতা। মেয়েকেও তিনি এ ধরনের পোশাকই পরাতেন।  তিনি নাকি মনে করছেন, কারিনার প্রভাবে সারা এখন স্বল্প পোশাক পরছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এদিকে অনেকদিন ধরেই বলিউডে সারার অভিষেকের খবর শোনা যাচ্ছে। কিছুদিন আগে শোনা যায়, স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সারা। নতুন গুঞ্জন, ফল্ট ইন আওয়ার স্টারস সিনেমার ভারতীয় সংস্করনে সাইফকন্যার অভিনয়ের কথা থাকলেও অমৃতার কারণে সেটি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

http://www.anandalokfoundation.com/