চন্দন সরকারঃ ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরের ভয়াবহ বিভিষিকাময়ের এক নমুনা চিত্র। অমুল্য দাস -৭০ বছর, স্রী পুর্নিমা দাস স্বাধীনতা যুদ্ধ দে্খেছেন – দুই ছেলে ও ১ মেয়ে। ছোট ছেলে বয়স ২৫, চার বছর ধরে নিখোঁজ , কোথায় আছে বা থাকলেও বেঁচে আছে কিনা জানেনা। নাসিরনগর বাজারে রড টিনের, উত্তম বাবুর দোকানে কাজ করে।
‘ঘটনার দিন আমি বাড়িতে, মাইকে বলছিল কেউ যেন হামলা না কর্ আমি আমার স্ত্রীকে বলেছিলাম, কি জানি হয়েছে ঔ হরিপুরের দিকে আমাদের এখানে না- আর তা ছাড়া উপজেলার চেয়ারম্যান সাহেব আছেন, ওসি, ইউ এন ও সাহেবরা আছেন- কিছু হবে না। হঠাৎ চারিদিকে হুরাহুরি আমার স্ত্রী বললেন শিগরি- চকির নিচে লুকাও- তা না হলে সর্বনাশ, মেরে ফেলবে তোমাকে”
আমি গরীব মানুশ যা ছিল সব কিছু ভেজ্ঞে আমার বাড়িটি্র এক অংশ জালিয়ে দিয়েছে। স্বাধীনতা যুদ্ধের কাছে এই ভয়াবহতা কিছু না। আ যেন এক বিভিষিকা দিনে দুপুরে’।আমার বড় ছেলের মেয়ের বয়স ২।৫ বছরের এখনও আগুন বলে চিৎকার করে।
৯০ বছরের ময়না রানীর চোখ জলে ভিজে যায় এই ভয়াবতার বর্ননা দিতে গিয়ে। সে জীবনে এমন নির্মমতা দেখেননি। বিনোদ বিহারীর দুই মেয়ের বিয়ে দিতে পারবে কিনা জানিনা, কারন তাদের বিয়ের জন্য জমানো টাকা পয়সা সব নিয়ে গেছে।
কবিরাজ গোসাইকে কাফনের কাপড় পাথিয়ে হুমকি দেয় দুই দু বার।অঞ্জন দেবের কল্লা চাই বলে মিছিল বের হয়, সমাবেশ হয় আবার পুলিশের ওসি ঔ সমাবেশে বত্তৃতা দিলেও ধরতে পারেন না কে কল্লা চাই বলে শ্লোগান দিয়েছিল?
তবে ঠিকাদার, বিনপির আমিরুল হোসেনকে ঠিকই খুঁজে ধরে নিয়ে যায়। নুকুল দাস পুঁজা করছি্ তাকে ঐ অবস্থায়- মাথায় আঘাত করে নির্মম ভাবে, ঢাকা মেডিক্যাল থেকে সে এখন উন্নত চিকিসার জন্য ইন্ড্রিয়ায়- না আমাদের সরকারী দল তারা কাউকে খুঁজে পায় না!!। প্রতিটা পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা বড় হবে এক অজানা ভয়ের মধ্য দিয়ে । কেউ কথা বলবে না তাদের নিয়ে। তবে দেখবেন এরকম চুপ থাকলে, মুখ ফিরিয়ে থাকলে- লোকজন আবার একদিন মুখ ফিরিয়ে না নেন – তাহলে কিন্তু আম-ছালা দুটোই যাবে।