ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অভিযোগপত্র গ্রহণ খালেদাসহ ২৬ জনের বিরুদ্ধে

admin
July 28, 2016 4:28 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৬ জনের অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী ১০ আগস্ট ধার্য করেছেন আদালত। মামলাটি রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ঠিক করেন।

গত ২৬ মে ঢাকা সিএমএম আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক।

বেগম খালেদা জিয়া ছাড়া মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, হাবিব-উন-নবী খান সোহেল,  বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, সুলতান সালাউদ্দিন টুকু, মিয়া সরাফত আলী সফু , আমানউল্লাহ আমান, মামুন হাসান, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুলসহ প্রমুখ।

মামলায় খালেদা জিয়াসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। মামলায় একমাত্র আমানউল্লাহ আমান জামিনে আছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৬ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হুকুমে দারুস সালাম থানাধীন এলাকায় জ্বালাও-পোড়াও ও গাড়ি ভাঙচুর করে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় ওই বছরের ৩ ফেব্রুয়ারি ওই থানার এসআই টিটু সরদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে  মামলাটি দায়ের করেন।

http://www.anandalokfoundation.com/