ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার মেশিন জব্দ

admin
May 26, 2016 9:22 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিজান চালিয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ড্রেজার মেশিন জব্দ করেন।

গতকাল বুধবার দুপুরে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের  চরগয়াশপুর গড়াই নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ভ্রাম্যমান আদালতের ড্রেজার মেশিন জব্দ করেন।

জানা গেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাধা নগর গ্রামের জিল্লুর রহমান কামারখালীর গড়াই নদীতে দীর্ঘ দিন ধরে  অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

সংবাদ পেয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ভ্রাম্যমান আদালতের ড্রেজার মেশিন জব্দ করেন। ড্রেজার মেশিনের জব্দকৃত মালামাল লোহার পাইপ ২টা, লোহার ছোট পাইপ ১টা, প্লাষ্টিক পাইপ ৫ টা, টিউবয়েল ১টা, স্যালামেশিন ২টা, স্টিলের স্যাভ পাইপ ১টা, হ্যামকো ভ্যাটারি ২টা, মধুখালী ভুমি কমিশনার অফিসের নাজির কাম হিসাব রক্ষক, মোঃ লুৎফর রহামান এবং কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান ও সচিব মোঃ ইকবল হোসেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কামরখালী ইউনিয়ন পরিষদে জব্দকরে রাখেন এবং ২টা নৌকা এবং ১টা ট্রলার  গ্রাম্য পুলিশের নিয়ন্ত্রনে রাখেন।

মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরগয়াশপুর গ্রামের গড়াই নদীতে অবৈধ ভাবে বালি উত্তোলনে মধুখালী উপজেলায় নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ড্রেজার মেশিন জব্দকরেন।

http://www.anandalokfoundation.com/