13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে কটূক্তির অভিযোগেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কেন?

Link Copied!

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কটূক্তি করার ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি নালিশি মামলা করা হয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টা সম্পর্কে ‘অশালীন মন্তব্যের’ অভিযোগে মোট দু’টো মামলা করা হলো। তবে সর্বশেষ মামলাটি হয়েছে গত ২৬শে অক্টোবর, পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায়। এই মামলার বাদী উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের বাসিন্দা হাসান মাহমুদ।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশীষ রায়ের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ধারা ও পেনাল কোডের ৩০৭, ৪৯৯, ৫০৬ (খ) ধারায় অভিযোগটি দায়ের করা হয়। তবে শুনানি শেষে বিচারক পেনাল কোডের ওই ধারাগুলো অনুযায়ী অভিযোগটি নথিভুক্ত করার নির্দেশ দেন কলাপাড়া থানার ওসিকে।

মামলার এজাহারে বলা হয়েছে, মো. মাসুম বিল্লাহ রেলওয়ের কমলাপুর স্টেশনের একজন পয়েন্টসম্যান৷ তিনি ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সময়নিউজ ডট টিভি এবং ঢাকা নিউজের শেয়ার করা ভিডিও দেখে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘‘আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল৷”

এমন মন্তব্যে মামলার বাদী হাসান মাহমুদ ভীষণ কষ্ট পেয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন৷ মামলার এজাহারে আরো বলা হয়েছে, মাসুম বিল্লাহ এলাকায় ড. মুহাম্মদ ইউনূসকে ‘সুদখোর, ইহুদি, পশ্চিমা দালাল’ বলে মানহানিমূলক উক্তি করেছেন৷ মাসুম বিল্লাহ ড. মুহাম্মদ ইউনূসকে ‘একাকী পাইলে গুলি করিয়া হত্যা করার’ হুমকিও দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে৷ তবে পুলিশ ওই মামলার আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করেনি৷

বাদীর আইনজীবী হাফিজুর রহমান চুন্নু সংবাদ মাধ্যমকে বলেন, “দুইটি ধারাতেই মামলা করা হয়েছিলো। তবে প্রথমটিতে মামলা নেওয়ার এখতিয়ার না থাকায় বিচারক দ্বিতীয়টিতে এজাহার গ্রহণের আদেশ দিয়েছেন। কারণ ডিজিটাল নিরাপত্তার জন্য ভিন্ন আদালত। তবে এখন পুলিশ যদি তদন্ত করে সত্যতা পায়, তাহলে ওই ধারাও কার্যকর হতে পারে।”

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি করার অভিযোগে – আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তার পক্ষ হয়ে মামলা করতে দেখা যেত। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ক্ষমতার পালাবদলের পর এখনও সেই প্রবণতা থামেনি।

এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘‘আমরা তো বলেছি যে নিবর্তনমূলক যে আইনগুলো আছে, যেগুলো মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেবে, সেগুলো আমরা বাতিল অথবা সংশোধন করব৷ এই আইনগুলো সেই প্রক্রিয়াধীন আছে, পর্যালোচনায় আছে৷ যে মামলাগুলো হচ্ছে আমরা আইন মন্ত্রণালয়কে বলেছি সেই মামলাগুলোয় যাতে পদক্ষেপ না নেয়া হয়৷ গ্রেপ্তার করা না হয়৷ যেহেতু আইনটি পর্যালোচনার মধ্যে আছে৷”

নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘যারা মামলা করেছেন, তাদের আমরা চিনি না৷ আমরা নিরুৎসাহিত করছি৷ একটি মামলা তো ধর্ম অবমাননার কথা বলে করা হয়েছে৷ আমাদের নামগুলো সাথে যুক্ত করে দেয়া হয়েছে৷ এই মামলাগুলো আমাদের বিব্রত করতে করা হচ্ছে কিনা- এটাও আসলে আমাদের একটু দেখতে হবে৷”

http://www.anandalokfoundation.com/