× Banner
সর্বশেষ
পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত শ্যামনগরে ৭০টি মন্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু ৪ অক্টোবর ২০২৫ইং তারিখের মধ্যে গণতন্ত্র মঞ্চ সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে

পিআইডি

সর্বোচ্চ অনলাইন বিল সংগ্রহের জন্য ঢাকা ওয়াসার পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
brac bank

সর্বোচ্চ অনলাইন বিল সংগ্রহের জন্য ব্র্যাক ব্যাংককে স্বীকৃতি দিয়েছে ঢাকা ওয়াসা। ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ঢাকা ওয়াসা’র বিল সংগ্রহের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক প্রথম স্থান অধিকার করেছে।

১৬ মার্চ ২০২৩ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক অনুষ্ঠানে ২০২১-২০২২ অর্থবছরের জন্য এই প্রশংসাপত্র হস্তান্তর করা হয়।

ব্র্যাক ব্যাংক গত কয়েক বছরে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়াসা, ডিপিডিসি, ডেসকো, জীবন বীমা কর্পোরেশন-সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সাথে পেমেন্ট গেটওয়ে ও এপিআই সংযোগ স্থাপনের মাধ্যমে বিভিন্ন ভ্যালু-অ্যাডিং কালেকশন এবং পেমেন্ট সল্যুশন তৈরি করে ট্র্যানজেকশন ব্যাংকিংয়ের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

ঢাকা ওয়াসার সাথে পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদের জন্য যে-কোনো সময় যে-কোনো জায়গা থেকে ইউটিলিটি বিল পরিশোধের দারুণ সুযোগ তৈরি করেছে ব্র্যাক ব্যাংক। বিল পরিশোধের জন্য কোনো শাখায় যাওয়ার প্রয়োজন না হওয়ায় গ্রাহকরা এখন এই সহজ এবং ঝামেলামুক্ত অভিজ্ঞতা পেমেন্ট উপভোগ করতে পারছেন।

এই স্বীকৃতি সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, “সরকারি সংস্থাগুলো এখন আমাদের অত্যাধুনিক পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই ইউটিলিটি বিল সংগ্রহ করতে পারছে। এটি যে-কোনো সময় এবং যে-কোনো জায়গায় রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং সার্ভিস-এর মাধ্যমে, গ্রাহকদের জন্য সহজ ও ঝামেলামুক্ত অর্থপ্রদানের অভিজ্ঞতা নিশ্চিত করে। পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বিঘ্নে পেমেন্টের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে, আমরা আরও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ তৈরি অব্যাহত রাখবো।


এ ক্যটাগরির আরো খবর..