14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি ওড়াকান্দি দর্শনের ইচ্ছে প্রকাশ মোদির

Ovi Pandey
February 12, 2020 10:44 am
Link Copied!

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : বাংলাদেশ সফরের সময় তিনি ওড়াকান্দি ধাম দর্শনের কর্মসূচি রাখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মতুয়া মহাসংঘের কর্মধিপতি সাংসদ শান্তনু ঠাকুর জানিয়েছেন,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করে,বাংলাদেশ থেকে আসা কোটি কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষকে বৈধ নাগরিকত্ব প্রদান করে,ভালো ভাবে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। সমগ্র মতুয়া মহাসংঘ নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। এজন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি, ওড়াকান্দিতে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ভিটে পরিদর্শন করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ সফরের সময় তিনি ওড়াকান্দি ধাম দর্শনের কর্মসূচি রাখবেন।”

ঠান্তনু ঠাকুর আরো জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরনগরে আমাদের বাড়িতে এসেছিলেন এবং আমার ঠাকুরমা তথা মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীকে সশ্রদ্ধ প্রণাম পূর্বক কথা দিয়েছিলেন, যে তিনি মতুয়াদের নাগরিকত্ব দেবেন। নরেন্দ্র মোদি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন।”

ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব প্রদানের তীব্র বিরোধিতা করে সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া যাবে না, নাগরিকত্ব দিতে হবে,ওখান থেকে আসা মুসলমানদের। এছাড়া মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার জন্য কংগ্রেস-তৃণমূল-বামফ্রন্ট ঐক্যবদ্ধ ভাবে আইনী লড়াই অব‍্যাহত রেখেছে।

সাংসদ শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘের প্রবর্তক শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের বংশধর। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ মৈথিলী ব্রাহ্মণ শ্রী রামদাস চক্রবর্তী অস্পৃশ‍্য শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলেন। শ্রী রামদাস চক্রবর্তীর পুত্র শ্রী চন্দ্রমোহন চক্রবর্তী, অস্পৃশ‍্য শ্রেণির মেয়ে বিয়ে করে সমাজচ্যুত হয়েছিলেন।

http://www.anandalokfoundation.com/