দেবাশীষ মুখার্জী (কুটনৈতিক প্রতিবেদক) : ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের আল-আসাদ ও ইরবিল বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ঐ দুটি মার্কিন ঘাঁটিতে এক ডজনের বেশি ব্যালিষ্টিক মিসাইল হামলার সত্যতা স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইরান বলেছে, কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ হিসেবে,এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই হামলার জবাব দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালানো হবে।
অনেকে ইরানের এই মিসাইল হামলার মধ্য দিয়ে, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখছে। তবে বিশেষজ্ঞ মহলের অভিমত হচ্ছে, ইরানের পাশে দাঁড়ানোর মতো আপাতত কোন দেশ নেই। ইরান হয়ত কেবল ইসরাইলের উপর হামলা চালিয়ে, নিজের পতন ত্বরান্বিত করতে পারবে। পারস্য উপসাগরীয় অঞ্চলের এই সামরিক উত্তেজনায়,জ্বালানি তেলের দাম আরো বাড়বে ; ফলে মন্দাক্রান্ত বিশ্ব অর্থনীতি গভীর সংকটের সম্মুখীন হতে যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ইরানের পতন সময়ের ব্যাপার। তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে সৌদি আরব। কারণ মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না। ইরানের যদি পতন হয়, সেক্ষেত্রে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে ভারত। ভারতের সাথে ইরানের বানিজ্যিক সম্পর্ক বহুমাত্রিক।
ইরানের চরবাহার বন্দর দিয়ে, স্থলবেষ্টিত আফগানিস্তান ও মধ্য এশিয়ার সাথে ভারত আমদানি – রফতানি বানিজ্য চালায়। চরবাহার বন্দরকে কেন্দ্র করে ভারত বিশাল বিনিয়োগ করেছে।