ভারতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৭৫ জন নতুন রোগী শনাক্ত এছাড়াও বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, শুক্রবার ২৪ ঘণ্টায় দেশটিতে ২২ হাজার ৭৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৬ হাজার ৭৬৪ জন রোগী। একদিনের ব্যবধানে আক্রান্ত বেড়েছে ৩৫ শতাংশ। ভারতের রাজধানী নয়া দিল্লি, বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আরেক জনবহুল শহর কলকাতা উল্লেখযোগ্য হারে মানুষ আক্রান্ত হচ্ছে।
পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে নতুন ৩৪৫০ জন রোগী, এদের মধ্যে অন্তত ১৯৫০ জনকে পাওয়া গেছে রাজ্যের রাজধানী কলকাতায়। গত বছর ভারত কোভিড-১৯ এর ভয়াবহ ঢেউয়ের কবলে পড়েছিল। সংক্রমণের সর্বোচ্চ সময় দৈনিক প্রায় ৪ লাখ রোগী শনাক্ত হয়েছিল। মহামারীর তৃতীয় আরেকটি ঢেউয়ের আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্তমান ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪৩১ ।