ভারত ও চীন এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ডবল ইঞ্জিন। ভারত ও চীনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং ।
বৃহস্পতিবার ভারতীয় পণ্যের উপরে আমেরিকার ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের তীব্র সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে উপকৃত হয়েছে আমেরিকা। কিন্তু এখন দর কষাকষির জন্য তারা আমদানি শুল্ককে ব্যবহার করছে।
তিনি আরও জানান, ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করছে চীন। তবে এই অবস্থায় চুপ করে থাকলে চলবে না। আমেরিকার বুলি বা হুমকিদাতাকে নীরবতা কেবল হুমকিদাতাকেই সাহস জোগায়। চীন দৃঢ় ভাবে ভারতের সঙ্গে আছে।
চিনা রাষ্ট্রদূত জানিয়েছেন, আরও বেশি ভারতীয় পণ্যাদির জন্য তাদের বাজার উন্মুক্ত করতে প্রস্তুত চীন। তাঁর মতে একে অন্যের বাজারে পণ্য বিনিময়ের মাধ্যমে দুই দেশেরই উন্নতির সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘আমরা চীনা বাজারে আরও ভারতীয় পণ্যের প্রবেশকে স্বাগত জানাব। তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার এবং বায়োমেডিসিনের ক্ষেত্রে ভারত এগিয়ে রয়েছে। অন্য দিকে ইলেকট্রনিক্স পণ্য, পরিকাঠামো নির্মাণ এবং নতুন শক্তির ক্ষেত্রে দ্রুত সম্প্রসারণ ঘটছে চীনের। সংযুক্ত হলে, এক যোগ একে, দুইয়ের থেকে বড় ফল পাওয়া যাবে।’
ফেইহং আরও জানিয়েছেন, চীন চাইছে ভারতীয় ব্যবসায়ীরা চীনে আরও বেশি বিনিয়োগ করুন। একই সঙ্গে ভারতেও চীনাদের ব্যবসার ন্যায্য পরিবেশ আশা করে বেজিং। এতে দুই দেশের জনগণেরই উপকার হবে বলে দাবি করেছেন তিনি।
তিনি বলেন, ‘এত বৃহৎ আকারের দুই প্রতিবেশী দেশের জন্য, ঐক্য ও সহযোগিতাই হল সাধারণ উন্নয়ন অর্জনের একমাত্র উপায়। আমরা এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ডবল ইঞ্জিন। বৃহত্তর অর্থে ভারত ও চীনের ঐক্য গোটা বিশ্বকে উপকৃত করবে।’
তবে শুধু দুই দেশের উন্নয়নের জন্যই নয়, সমগ্র বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্যও ভারত ও চীনের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।