মন্দিরের মূল ভাবনা রাখা হয়েছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে মথুরায় অবর্তীন হওয়ার কথা চিন্তা করে।আর তাই ৫০০০ বছর আগের মথুরার পরিবেশ ফিরিয়ে আনতে মূল মন্দিরের চার পাশে তৈরী করা হচ্ছে বনভূমি এবং সাথে নদী। বনভূমি তে হরিণ ,ময়ূরের মতো বিভিন্ন প্রানী থাকবে।
মন্দির প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে প্রাচীন ভারতীয় বেদ চর্চাকে। আর তাই এখানে গঠন হবে বেদচর্চা কেন্দ্র। মন্দির চত্বরে সর্বত্র শ্রীমদ্ভগবদ্গীতায় দেওয়া শ্রীকৃষ্ণের বানী উচ্চারিত হতে থাকবে। তাছাড়া মন্দির চত্বরের বাইরে দর্শনার্থীদের জন্য তৈরী হবে অত্যাধুনিক হোটেল এবং বাসভবন।মন্দির চত্বরে থাকবে পরিকল্পিত রাস্তা ও ফ্লাইওভার এবং গাড়ি পার্কিং এর স্থান।শিশুদের জন্য থাকবে খেলার জায়গা। নদীতে থাকবে বোটিং এর ব্যাবস্থা। আগামী কয়েক বছরের মধ্যে মন্দির তৈরীর কাজ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।