14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের ইমাম আখ্যা

admin
January 11, 2016 10:39 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ আর সবাই বিভিন্ন কাতারের মোকাব্বির। বিএনপিতে যোগ দেয়া মুক্তিযোদ্ধারাও জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছেন। বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের ইমাম আখ্যা দিয়ে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘ঐ মহামানব আসে’শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ আয়োজিত  অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করেন।

তথ্যমন্ত্রী বলেন,  “বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধের ইমাম। জিয়াসহ আর সবাই ছিলেন মোকাব্বির। তারা কখনো ইমাম নন, তারা ইমামের পেছনে বিভিন্ন কাতারে কেবল আওয়াজ তোলেন। ইতিহাসবিকৃতি করে মোকাব্বিরদের ইমাম বানানোর কোনো অপচেষ্টাই সফল হবে না।”

বাংলাদেশের জনগণ ‘জয় বাংলা’ বলে বঙ্গবন্ধুর নামে একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে উল্লেখ করে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, “বিএনপিতে যোগ দেয়া মুক্তিযোদ্ধারাও জয় বাংলা বলে বঙ্গবন্ধুর নামেই একাত্তরে যুদ্ধ করেছেন।”

বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক আবুল খায়ের।

এর আগে বিজয়নগরে হোটেল ৭১ বলরুমে মাসিক সাহিত্য পত্রিকা ‘সময়ের কথা’ আয়োজিত নরসিংদী জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মুক্তিযোদ্ধাদের যারা সম্মান দেয় না,  তারাও রাজাকারদের মতো অপরাধী।

http://www.anandalokfoundation.com/