× Banner
সর্বশেষ
পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত শ্যামনগরে ৭০টি মন্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু ৪ অক্টোবর ২০২৫ইং তারিখের মধ্যে গণতন্ত্র মঞ্চ সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে

পাকিস্তান জঙ্গি রপ্তানী করে আর আমরা বাংলাদেশ জাহাজ, পোশাক চাল রপ্তানী করি

admin
হালনাগাদ: শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭

মাদারীপুর প্রতিনিধি।। আমরা বাংলাদেশ জাহাজ রপ্তানী করি, পোশাক রপ্তানী করি, চাল রপ্তানী করি। আর পাকিস্তান জঙ্গি রপ্তানী করে। আর যারা পাকস্তিান সৃস্টি করতে চাই। তাদের কাছে আমরা ফিরে যেতে পারি না। তাহলে আমাদের ৩০লক্ষ শহিদদের কাছে আমরা কি জবাব দেবো। যারা এই কাজটি করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সর্তক থাকতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের আজ উন্নায়ন হচ্ছে। সরকারী একটি সফরে কালকিনি যাওয়ার পথে শনিবার দুপুরে ভুরঘাটা জঙ্গি ও সন্ত্রাস বিরোধী পথসোভায় নৌমন্ত্রী শাজাহান খান(এমপি) একথা বলেন।

তিনি আরও বলেন জঙ্গিরা যখন মানুষ হত্যার পরিকল্পনা করছিল। পুলিশ গিয়ে যখন তাদের প্রতিহত করল। যারা অসরো নিয়ে ধরা পড়ল, যারা স্বীকার করল, তাদেরকে বাচানোর চেষ্টা করল খালেদা জিয়া। আমি শুধু বলতে চাই আমারা যারা মুসলমান আমাদের বিভ্রান্ত করছে জামায়াতে ইসলাম। ধর্মের নামে নানা ভাবে বিভ্রান্ত করছে। আল্লাহ তালা সন্ত্রাস ও ফেছাত সৃষ্টিকারীদের কর্মসফল করে না। যদি কুরআন ও হাদিস বিশ্বাস করি, তাহলে একথা সত্য হয়েছে, খালেদা জিয়া জামায়াতে ইসলাম বহু চেস্টা করে শেখ হাসিনার সরকারকে উৎখ্যাত করতে পারেনী আর শেখ হাসিনাকে হত্যা করতে পারেনী।

পথসভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান , জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার , কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার , কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক,  জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খায়রুল আলম নিটুল খন্দকার প্রমূখ ।


এ ক্যটাগরির আরো খবর..