13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় নানা আয়োজনে রাস উৎসব পালিত

Brinda Chowdhury
November 12, 2019 7:13 pm
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।   খুলনার পাইকগাছায় যুগাবতার ভগবান শ্রী কৃষ্ণের সর্বোত্তম লীলা রাস যাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে রাস উৎসব। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে পূজা আর্চনা, গীতা পাঠ, স্নান উৎসব, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ী), পৌরসভা কেন্দ্রীয় মন্দির (বাতিখালী হরিতলা), বাজার পূজা মন্দির, শিববাটী পূজা মন্দির, শিববাটী পুর্ব পাড়া ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে পৌরসভার শিববাটীতে রাসমেলা উৎসবে প্রধান অতিথি খুলনা-৬ পাইকগাছা, কয়রার এমপি জনাব আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর মাতা অসুস্থ থাকার কারণে ভারতে থাকায় উনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সদস্য জনাব মোঃ কামরুল হাসান টিপু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক আনোয়ার ইকবাল মন্টু, রাস মেলা উদযাপন কমিটির সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পৌর কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, ও আসমা আহম্মেদ, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, রাস মেলা উদযাপন কমিটির সম্পাদক হিরেন্দ্র নাথ সানা।

পাইকগাছা ষোলআনা ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ ও হাঁটার সাথী পাইকগাছার সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ষোলআনা ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ এর কোষাধাক্ষ বাবু মৃত্যুনজয় সরদার বাবু প্রশান্ত মন্ডল বাবু রাম মন্ডল। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আফি আজাদ বান্টি, বাবু জগদীশ রায় এর পরিচালনায় বক্তব্য রাখেন মৃনাল কান্তি সানা, সুজন কুমার সানা, বিভুতি সানা, প্রশান্ত কুমার মন্ডল, উদয় কুমার সানা, জয়ন্ত কুমার মন্ডল, সমর মন্ডল, অমর মন্ডল, বিরাজ মন্ডল, দিপক সরদার, দুলাল শীল, দিপংকর মন্ডল, রঞ্জন মন্ডল, উত্তম সানা, সুকৃতি সরদার, বিকাশ সরদার, লিটন সানা, সুভাষ মন্ডল, মুক্ত অধিকারি, বিপ্লব সানা, মিঠুন সানাসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ। অপরদিকে উপজেলার লতার কাঠামারিসহ বিভিন্ন ইউনিয়নে অনুরুপ অনুষ্ঠান পালিত হয়েছে।

http://www.anandalokfoundation.com/