× Banner
সর্বশেষ
ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র

ঢাবিতে ১ম বর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এবছর ঢাবি ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বী কমছে এবং আসন  বেড়েছে।

প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৩৮ জন। তবে এবারের ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিটে মোট আবেদনকারীর মধ্যে ২ লাখ ৪৭ হাজার ৭১৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না। নির্ধারিত ৬ হাজার ৬৮৫টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করবে ২ লাখ ৫৪ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত দুই বছরের রেকর্ড বিশ্লেষণে  দেখা যায়, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৬ হাজার ৬৬৮টি আসনের বিপরীতে আবেদনকারী ছিল ২ লাখ ৬২ হাজার ৯০৩ জন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ছিল ৩৯ জন। ২০১৪-১৫ সেশনে গত বছর ৫টি ইউনিটের ৬ হাজার ৫৮২টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ছিল ৩ লাখ ১  হাজার ১৩৮ জন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেছে ৪৬ জন শিক্ষার্থী। এবছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দী প্রার্থীর সংখ্যা কমে ৩৯ জনে দাড়িয়েছে। এছাড়া ১০৩টি আসন বৃদ্ধি  পেয়েছে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধের কারণেই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..