ডাসার প্রতিনিধি : মাদারীপুর ডাসারে গলায় ফাঁস দিয়ে মধ্যে বয়সী এক লোক আত্মহত্যা করেছেন।তার নাম ইমান আলী ফকির। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ফকির বাড়ী থেকে তার মরাদেহ উদ্ধার করে পুলিশ।নিহত ইমান আলী ফকির মৃত: লাল মিয়া ফকিরের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায় যে, ইমান আলী ফকির মানসিক সমস্যায় ভুগছিলেন।শুক্রবার দুপুরের দিকে বাড়ীর পূর্ব পাশে কাপলা গাছের সাথে লাইলেন রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।পরে বাড়ীর আশেপাশের লোকজন দেখতে পেয়ে নিহত ব্যক্তির ভাগীনা মো: হাসান শিকদার কে খবর দিলে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ মাটিতে নামায়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামানের নেতৃত্বে এস আই হাফিজুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ রাতেই মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে ডাসার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার সত্যতা ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান দেশের কন্ঠকে নিশ্চিত করেছেন।