ইরান-ইসরায়েল সংঘাত বেড়েই চলছে। গত ছয় দিনে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৬৩৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন; সেইসঙ্গে আহত হয়েছেন এক হাজার ৩২০ জনের বেশি মানুষ।
বৃহস্পতিবার (১৯ জুন) এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।
ইরানের ভেতরে গড়ে তোলা স্থানীয় সূত্রের নেটওয়ার্ক এবং দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বাকিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
এর আগে, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানে হওয়া সরকারবিরোধী বিক্ষোভেও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল এই হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।
ইরান সরকার এখন পর্যন্ত নিয়মিতভাবে হতাহতের হালনাগাদ সংখ্যা জানায়নি। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। অন্যদিকে ইসরায়েলে ইরানি হামলায় এখন পর্যন্ত ২৪ জনের প্রাণ গেছে।