× Banner
সর্বশেষ
পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত শ্যামনগরে ৭০টি মন্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু ৪ অক্টোবর ২০২৫ইং তারিখের মধ্যে গণতন্ত্র মঞ্চ সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে

পঞ্চগড়ে গণপরিবহন চলাচলের দাবিতে মহাসড়ক অবরোধ

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২০
গণপরিবহন চলাচলের দাবি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে গণপরিবহন চালুর দাবিতে শহরের চৌরঙ্গী মোড় সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।

১০ মে (রবিবার) সকাল ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলন করেন। শ্রমিকদের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ রয়েছে। এতে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকায় খাবার সংকটে পড়েছেন গণপরিবহন শ্রমিকরা। তাই পর্যাপ্ত ত্রাণ নইলে পরিবহন চালুর দাবিতে তারা আন্দোলনে নামেন।

এ সময় পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের উভয় পাশে অ্যাম্বুলেন্সসহ জরুরী সেবার বিভিন্ন পরিবহন আটকা পড়ে। পরে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী ও থানার পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।

শ্রমিকরা জানান, করোনার কারণে এক মাসের বেশি তাদের পরিবহনগুলো সড়কে চলতে দেওয়া হচ্ছে না। লকডাউনের মধ্যেও গার্মেন্টস, বাজার, দোকান ছোটখাটো পরিবহনসহ সবকিছু চলছে কিন্তু তাদের যাত্রীবাহী পরিবহন চলছে না। বর্তমানে তারা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের পরিবহন সড়কের চলতে দেওয়া হোক, নয়তো তাদের খাবারের ব্যবস্থা করা হোক।

পঞ্চগড় জেলায় ২৬৪ ও ১৬৬০ নামে দুটি সংগঠনের ৫/৬ হাজার শ্রমিক রয়েছে। তারা বাড়ি ভাড়া দিতে পারছেনা, ঘরে খাবার নেই, সংসার পরিজন নিয়ে তারা কঠিন সময় পার ককরছে। তারা পর্যাপ্ত ত্রাণও পাচ্ছেনা।

এ বিষয়ে পঞ্চগড় থানার উপপরিদর্শক মোঃ কাইয়ুম আলী বলেন, সড়ক অবরোধ করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..