14rh-year-thenewse
ঢাকা আজ শুক্রবার মার্চ 14, 2025
আজকের সর্বশেষ সবখবর

কোরআন অবমাননার গুজব ছড়িয়ে পাকিস্তানে জ্বালিয়ে দেওয়া হয়েছে ৫টি গির্জা

Link Copied!

পাকিস্তানে এতদিন টার্গেট করা হয়েছে হিন্দু মন্দির, এবারে আক্রান্ত হচ্ছে গির্জা। কোরআন অবমাননার গুজব ছড়িয়ে, পাকিস্তানের ফয়সালাবাদে জারানওয়ালা তেহসিলে, ধর্মান্ধ জনতা একাধিক গির্জায় ভাংচুর ও আগুন জ্বালিয়ে ধবংস করে দিয়েছে। এছাড়াও ভাঙচুর চালানো হয়েছ বেশ কয়েকজন খ্রিস্টানের বাড়িতেও। বাইবেল পুড়িয়ে খ্রিস্টানদের মারধর করার অভিযোগ উঠেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। প্রায় ১০০ জনের বিশাল দল মিলে গির্জায় ভাঙচুর চালাচ্ছে, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরিস্থিতি সামলাতে প্যারা মিলিটারি রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।
স্থানীয় খ্রিস্টান নেতা আকমল ভাট্টি বলেন, অন্তত পাঁচটি গির্জা জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেইসব খ্রিস্টানদের বাড়িতে লুটপাট চালানো হয়। মসজিদ থেকে ইমামরা জনতাদের উস্কানি দেওয়ার পর, এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গির্জা থেকে ধোয়া উড়ছে এবং ফার্নিচারে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় একটি সরকারি কার্যালয় ও খ্রিস্টানদের একটি সমাধিস্থলও পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন খ্রিস্টান পরিচ্ছন্ন কর্মীর বাড়িতেও হামলা চালানো হয়েছে। এ নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পরবর্তী সময়ে রাতে পাঞ্জাব সরকার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।
পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, জনমনে উসকানি দিয়ে শান্তি নষ্ট করার পরিকল্পনা ছিল। পবিত্র কুরআনের অপবিত্রতার গুজব রটানোর পরে, বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা ভয়াবহ প্রতিক্রিয়া দেখিয়েছিল। এলাকার সহিংসতা করা কয়েক ডজন লোককে আটক করা হয়েছে। ফয়সালাবাদের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, কোরআন অবমাননার অভিযোগে জুন মাসে পাকিস্তান আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল এক খ্রিস্টান যুবককে। ইমরান ভাট্টি নামে জারানওয়ালা তহশিলের এক প্যাস্টর সংবাদ মাধ্যমকে জানান, দুর্বৃত্তরা স্যালভেশন আর্মি চার্চ, ইউনাইটেড প্রেসবিটেরিয়ান চার্চ, অ্যালায়েড ফাউন্ডেশন চার্চ এবং শ্রেহুনওয়ালা চার্চ ভেঙে তছনছ করে দিয়েছে। গির্জায় হামলার ছবি প্রকাশ করে ট্যুইট করেছেন স্থানীয় বিশপ আজাদ মার্শাল। তিনি লিখেছেন, “বিচারের জন্য ভিক্ষা চাইছি আমরা। সদ্যই স্বাধীনতা দিবস পালন করেছি। তারপরেও আমাদের নিরাপত্তার আশ্বাস নেই। আমাদের গির্জা ধ্বংস করে বাইবেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে কোরান অবমাননার মিথ্যা অভিযোগ উঠেছে।”
http://www.anandalokfoundation.com/