13yercelebration
ঢাকা

কিভাবে ফ্রড চিনবেন এবং জেনুইন এজেন্সি বা এমপ্লয়ার খুঁজে পাবেন

ডেস্ক
June 1, 2024 6:04 am
Link Copied!

আমাদের নতুন কর্মপ্রার্থী ভাইবোনেরা চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করেন, কিছু ক্ষেত্রে সরাসরি এমপ্লয়ার ব্যক্তি বা গোষ্ঠীর সাথে, কিছু ক্ষেত্রে এজেন্সির সাথে. এবং অনেকক্ষেত্রে প্রতারিত হন, কারণ বাজারে জেনুইন কর্মখালি এবং সৎ দক্ষ এজেন্সি যেমন আছে তেমনি প্রচুর জোচ্চোর ও ঘুরছে. তাই কিছু গাইডলাইন করে দেওয়া হল তাতে সুবিধা হবে।

1) প্রথমতঃ মনে রাখবেন চাকরি করতে যাচ্ছেন টাকা রোজগার করার জন্য, টাকা দেবার জন্য নয়. কর্মী শ্রম দেবে কর্মদাতা তাকে তারজন্য বেতন দেবে. এটাই সর্বত্র প্রাথমিক চুক্তি. এর উল্টোটা যেখানেই দেখবেন সেখানে সন্দেহ করুন, কর্মপ্রার্থীর থেকে টাকা নিয়ে রে এজেন্সি বা এমপ্লয়ার কাজকরে তাকে বাদদিন।

2)দ্বিতীয়তঃ এজেন্সি গুলো কিভাবে কাজকরে বুঝতে হবে. দুতিনরকম আছে. যেখানে

  1. A) ওপরতলার চাকরি এজেন্সির মাধ্যমে হচ্ছে (ইঞ্জিনিয়ার কর্পোরেটের বিভিন্ন পোস্ট ট্রেনি ইত্যাদি) সেখানে জানবেন এরজন্য প্রত্যেক সাকসেসফুল এমপ্লয়মেন্টের জন্য এজেন্সি ভালো টাকা পায়, সেখানে এজেন্সির কাজ সিভি যোগাড়করে প্রাথমিক যোগাযোগ মাত্র, আসল ইন্টারভিউ কোম্পানির লোকজন নেয়, এজেন্সির সেখানে কোন একসেসই নেই. কাজেই সেক্ষেত্রে ক্যান্ডিডেটের থেকে টাকা চাওয়া মানেই জুতিয়ে তাড়ান (ওর আপনার কাছে চাওয়া পয়সাটাই রোজগারের উপায়, ওর কোন ভালো চাকুরীদাতা ক্লায়েন্ট নেই) ।
  2. B) দ্বিতীয় হচ্ছে অনেক এজেন্সি যারা সিকিউরিটি ইত্যাদি সাপ্লাই করে, সেখানে দুরকম হয়, হয় তারা কোন প্রতিষ্ঠানে ক্যাজুয়াল কর্মী সাপ্লাই করে, নয়তো কর্মীরা থাকে ঐ এজেন্সির পেরোলে, কর্মী ডিউটি করে অন্য প্রতিষ্ঠানে. সেসবক্ষেত্রে খোঁজ খবর নিয়ে একশোদুশোটাকা রেজিস্ট্রেশনে দিতেপারেন , তারবেশী চাইলে ধরতে হবে জালিয়াত।
  3. C) তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক এজেন্সি সেখানে যথেষ্ট টাকাপয়সা দিতে হয় ভিসা ইত্যাদির জন্য. সেখানে বিল আলাদা. যেখানে সরাসরি বিদেশী কোম্পানিতে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু পয়সানেবার কথা নয়, যেখানে এজেন্সির মাধ্যমে কনট্র্যাকচুয়ালে যাচ্ছে সেখানে পয়সা লাগতে পারে তবে সেজন্য যথেষ্ট সাবধানে খোঁজ নিতে হয়।

3) এবার আসছি ফ্রডে, দেখুন যেখানে অস্বাভাবিক পয়সার লোভ দেখাচ্ছে সেখানে জানবেন অবশ্যই জালিয়াত, পয়সা কেউ মাগনা দেয়না আর যাদের বেশি পয়সা দেবার ক্ষমতা আছে তারা কেউ বলদ নয় যে র য়্যান্ডম আপনাকে ফেসবুক বা মেল বা হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে বলছে এককোটির পার্টনারশিপ করতে চায় টাকাটার ক্লিয়ারেন্সে আপনাকে ভারতীয় কারেন্সিতে বিশহাজার দিতে হবে

4) আরেকটা জালিয়াত ধরার সহজ উপায় দেখবেন কোন পরিচিত প্রতিষ্ঠানের মেইল যদি জিমেইল বা ইয়াহু ডটকমে আসে

উদাহরণ একজন কোকাকোলার ভারতীয় কর্মীর মেইল আইডি কখনো কোকাকোলা এটদ্যরেট অফ জিমেইল হবেনা, নাম টাইটেল এটদ্য রেট অফ কোম্পানির নাম ডট কম ডট ইন ইতাদি হতেপারে.

5) এবং এই কোম্পানির নামে নিজেরা মেইল বানিয়ে চিটিংবাজির ক্ষেত্রে লোগো দেখবেন, যেকোন জায়গায় লোগোসমেত একখানা ওয়ার্ড ডকুমেন্ট কখনো থাকবেনা, মেইলে প্রেরকের এড্রেসের নীচে লোগো ইত্যাদি টেমপ্লেটে থাকতেপারে

6) এবং অবশ্যই খুববেশি বানান ভুল ইত্যাদি মেইল দেখলে সাবধান, ডেফিনিটলি জোচ্চোর.

7) ফোনে কোন এজেন্সির লোক যদি বলে  কোম্পানির হয়ে যোগাযোগ করা হচ্ছে সেখানে সেটা জেনুইন ক্ষেত্রে হবে এজেন্সি ইন্টারভিউ এরেঞ্জ করবে মাত্র, বা টেস্ট (অনলাইন বা অফলাইন) কোম্পানি সরাসরি ফোনকরলেও তাইই. কিন্তু কখনোই পয়সা চাইবেনা.

আরেকটা পয়েন্ট আমাদের বুঝতে হবে, ইঞ্জিনিয়ার ডিপ্লোমা আইটিআই, এলেলবি, এমবিএ, এমসিএ  এদের জন্য যথেষ্ট কাজ আছে, রাজ্যে না হলে রাজ্যের বাইরে, সেক্ষেত্রে এরা অবশ্যই যেটা করবেন আগে ঠিকঠাক সিভি বানাবেন, সেটা কোন অভিজ্ঞ লোককে দেখিয়ে নেবেন তারপর মনস্টার টাইমস নোকরি ইত্যাদি পোর্টালে রেজিস্ট্রেশন করে এপ্লাই করবেন এমনিতেই হবে.

9) সিকিউরিটি ডেস্ক ইত্যাদি ক্যাজুয়াল পোস্টে এজেন্সির থার্ডপার্টি পেরোল জালিয়াতি নয়, তবে এই লাইনে জালিয়াত আছে, তাই খোঁজ নেবেন. এলাকাভিত্তিক লোক নেয়, খোঁজ নেওয়া কঠিন নয়.

আরো কটা পয়েন্ট

10) অটোক্যাড খুব ভালোজিনিস কিন্তু শুধুমাত্র অটোক্যাড শিখে চাকরি হয়না. ওটা ড্রাফটিং সফটওয়্যার. আইটিআই বা ডিপ্লোমা পাশেদের জন্য ভালো, অনেকে অন্য কিছু ডিজাইন যেমন কাপড়ের নক্সা ইত্যাদিও করে, কিন্তু সেগুলো খুব লিমিটেড, যেকেউ অটোক্যাড শিখলেই চাকরি দেবেনা

11) ডেভলপার হবার চেষ্টা করা ভালো তারজন্য বিটেক বা এমসিএ থাকা দরকার, বাঙলায় প্রোগ্রামিং শিখে ডেটা সায়েন্টিস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি তো দূর এসোসিয়েট ট্রেনী ডেভলপার ও হওয়া সম্ভব নয়. বাস্তবটা মানুন.

12) অনলাইনে এখন প্রচুর শর্টকোর্স হয়, সেগুলো মূলতঃ শখে অথবা অলরেডি সফল প্রফেশনালদের জন্য, অথবা ফ্রিন্যান্সিং করা পোড়খাওয়া লোকেদের জন্য. অনেকগুলো ই ভালো, যথেষ্ট ভালো, তবে শুধুমাত্র ওর জোরেই চাকরি হবে ভাবলে সেটা দিবাস্বপ্ন.

13) অনলাইনে এখন কিছু ডেটা হ্যান্ডেলিং এন্ড ক্লিনিংয়ের ট্রেনিং হয়, (পিডিএফ থেকে এক্সেল, সর্টিং ইত্যাদি)

ওগুলোর খরচ কম, করতে পারেন যারা ক্ল্যারিক্যাল বা অফিস ওয়ার্ক বা বেটা এসিস্ট্যান্ট জাতীয় কাজ খুঁজছেন, ঐ সার্টিফিকেটের জোরে অবশ্যই চাকরি হবেনা, কিন্তু শিখতে পারলে (শেখা সহজ শেখায় ভালোই) যথেষ্ট কাজে দেবে

14) ইংরেজির কোন বিকল্প নাই. একটা রিসেপশনিস্টের কাজ বা কলসেন্টারে টেলিকলার হবার জন্যেও ইংরেজি টুকু লাগে. আপনি দুশোবছর আগে অত্যাচারী ব্রিটিশের ভাষা বর্জন করতেই পারেন, লস আপনার. বাকি দুনিয়ার কিস্যু এসে যায়না

15) পরিশ্রম করতে শিখুন পরিশ্রমের গুরুত্ব বুঝুন

16) কাজ করতে নেমে প্রথমেই নবাবি চালের অভ্যাস বর্জন করুন, খেটে কাজটা শিখুন, প্রথমেই পয়সা যথেষ্ট পাচ্ছেন কিনা সেটা নিয়ে কান্নাকাটি করবেননা. এটা বলতে বাধ্য হচ্ছি কারণ  হিন্দু বাঙালির ঘরে ঘরে এটা জ্বলন্ত সমস্যা.  একাধিক ঘটনা জাতীয়তাবাদী সার্কেলেই দেখা গেছে খেতেপারে কিন্তু দশ কিলোমিটার দূরে ছোটখাটো কারখানায় কাজে হয় পয়সাকম নয় বেশীখাটায় বলে পালিয়ে আসছে. মনে রাখবেন আজকে যেসব ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল এমবিএদের সফল এবং সিক্সডিজিট মান্থলি ইনকাম দেখছেন তাদের অনেকে প্রথমে আপনার থেকে কম রোজগারে একদুবছর অমানুষিক পরিশ্রম করে কাজ শিখেছে।

http://www.anandalokfoundation.com/