মাদারীপুরের কালকিনিতে উপজেলা পাবলিক লাইব্রেরী শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সমাজসেবা অফিসের পুরাতন ভবনে এই লাইব্রেরীর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের পরিকল্পনা ও বাস্তবায়নে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীনের সার্বিক সহযোগিতায় লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেসনেয়ারা বেগম, ১৩৭নং লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইশরাত জাহান রিক্তা, ১২৫ নং বাঁশগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়শা পারভীন, ৮১নং উত্তর রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূরবি সরকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।