মাদারীপুরের কালকিনিতে অটোভ্যানের চাপায় হাবিবা নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে কালকিনি পৌর এলাকার চরবিভাগদী গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হাবিবা একই গ্রামের রাশেদ মুন্সির মেয়ে।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, রবিবার সকালে হাবিবা সবার অজান্তে খেলতে খেলতে তার বাড়ির সামনে রাস্তায় চলে আসে। এসময় একটি অটোভ্যানের চাপায় শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
কালকিনি পৌরসভার কাউন্সিলর মেজবাউল হক বলেন, অটোভ্যান চাপায় শিশু হাবিবার মৃত্যুর ঘটনাটি অনেক কষ্টদায়ক। কালকিনি থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।