× Banner
সর্বশেষ
পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত শ্যামনগরে ৭০টি মন্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু ৪ অক্টোবর ২০২৫ইং তারিখের মধ্যে গণতন্ত্র মঞ্চ সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে

আঞ্চলিক প্রতিনিধি

কাল নাগিনী সাপের বাচ্চা উদ্ধারে গ্রামজুড়ে আতঙ্ক

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
কাল নাগিনী সাপের বাচ্চা

কাল নাগিনী সাপ। যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্রাইসোপেলিয়া অর্নাটা। এমনই একটি বিষধর সাপের বাচ্চা শুক্রবার সকালে ধরা পরেছে জেলার গৌরনদী পৌরসভার গেরাকুল গ্রামে। এই সর্বপ্রথম ওই গ্রামে কাল নাগিনী সাপের বাচ্চা উদ্ধারের পর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।

ওই গ্রামের যুবক সরাফত হোসেন বাবু জানান, সকাল দশটার দিকে দুর্লভ প্রজাতের একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে তারা কৌশলে ওই সাপের বাচ্চাটি বোতলজাত করে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হন্তান্তর করেছেন। বন বিভাগের কর্মকর্তারা সাপের বাচ্চাটি দেখে অবাক হয়েছেন। পরবর্তীতে অনলাইনের মাধ্যমে বন কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন উদ্ধার হওয়া বাচ্চাটি কাল নাগিনী সাপ। বন কর্মকর্তারা গ্রামবাসীকে সর্তকতার সাথে চলাচলের জন্য পরামর্শ দিয়েছেন। বিষধর এ সাপের বাচ্চাটি সংশ্লিষ্ট রেসকিউটিমের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।

বিষধর কাল নাগিনী সাপটি একটি মাঝারি আকারের সাপ। যার সর্বোচ্চ দৈর্ঘ্য হয় ৪ দশমিক ২৭ ফুট পর্যন্ত। লেজ মোট দৈর্ঘ্যের প্রায় এক চতুর্থাংশ। এই সাপটির রং অতিসুন্দর, এদের শরীর সবুজাভ হয়। কালো এবং হলুদ ব্যান্ডের সাথে উপরে লাল-কমলা দাগ থাকে সারা শরীরে। এদের নিচের দিকটি সবুজ-হলুদ রঙের হয়। শরীরের আঁশগুলি তীব্রভাবে উপরের দিকে ভাঁজ করা থাকে। এর মাথা চ্যাপ্টা ঘাড়ের চেয়ে চওড়া এবং একটি ভোঁতা নাকসহ বড় চোখ রয়েছে। এর মাথায় হলুদ রঙসহ অনেকগুলি কালো প্যাটার্ন্স দেখা যায় এবং লাল রঙের চেরা একটি জিহ্বা থাকে।

এই সাপগুলি দুর্দান্ত পর্বতারোহী, এমনকি সোজা গাছজুড়ে চলাফেরা করতে সক্ষম। এই সাপটি তার পেট বরাবর রিজ স্কেল ব্যবহার করে গাছে আরোহণ করে, তার দেহকে গাছ থেকে উপরে এবং দূরে ঠেলে দিয়ে, পেট এবং পাঁজরগুলিকে ছড়িয়ে দিয়ে তার শরীরকে একটি ছদ্ম অবতল ডানাতে পরিণত করে নিজেকে চালিত করে। এই সাপ দিনে সক্রিয় থাকে এবং বেশিরভাগ সময় গাছে কাটায়। মে এবং জুন মাসে মহিলা সাপেরা ডিম পারে। কাল নাগিনী সাপ, মাটি, পাতার আবর্জনা বা পচা কাঠের মধ্যে ছয় থেকে ১৪টি ডিম জমা করে।


এ ক্যটাগরির আরো খবর..