× Banner
সর্বশেষ
পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত শ্যামনগরে ৭০টি মন্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু ৪ অক্টোবর ২০২৫ইং তারিখের মধ্যে গণতন্ত্র মঞ্চ সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে

কানাইয়া কুমারের মুখে কালি মাখিয়ে গনধোলাই দিল জনতা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ CAA নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় ও স্থানীয় জনতা জোরপূর্বক কানাইয়া কুমারের মুখে পোড়া মবিল লেপে দিয়ে সেই সাথে গনধোলাই দিয়েছে।

বিহারের জেমুই জেলায় CAA এর বিরুদ্ধে মানুষজনকে বোঝাতে গেছিল কানহাইয়া কুমার। কিন্তু জনতা কানাইয়া কুমারের উপর এতটাই আক্রোশিত যে এই নিয়ে তার উপর চতুর্থবার জোরদার হামলা করা হয়েছে। বিগত ৩ বার কানহাইয়া কুমার  একটু আধটু তাড়া খেয়েছিল। তবে এবার জনতা তাকে বেধড়ক মারধর করেছে। কানাইয়া কুমারকে ধরে তার মুখে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। জোরপূর্বক পোড়া মবিল কানাইয়া কুমারের মুখে লেপে দেওয়া হয়েছে। ঘটনা বিহারের জেমুই জেলার যেখানে CAA এর বিরুদ্ধে মানুষজনকে বোঝাতে গেছিল কানহাইয়া কুমার ।

কানহাইয়া কুমার তার কমরেডদের সাথে গিয়ে মহিসৌরী চৌকের কাছে পৌঁছেছিলা। সেখানেই ক্রুদ্ধ জনতা তার উপর চড়াও হয়। প্রথমে কিছু যুবক কানাইয়া কুমারের কাফেলা ঘিরে ফেলে এবং ডিম ছুঁড়ে আক্রমণ করে। এরপর যা ঘটে তা কানাইয়া কুমারের জন্য বেশ দুর্ভাগ্যজনক।

কানাইয়া কুমার যুবকদের হাতের নাগালে চলে এলে শুরু হয় বেধড়ক মারধর। যুবকরা কানাইয়া কুমারকে চড় থাপ্পড় মারতে থাকে গণধোলাই যাকে বলে। এরপর  কানাইয়া কুমারকে কিছুজন যুবক ধরে জোর করে পোড়া মবিল মুখে লাগিয়ে দেয়। কানাইয়া কুমারের মুখে কালি লাগানোর পর লোকজন একটু শান্ত হয়। যারপর পুলিশের সহায়তায় বেরিয়ে আসতে সক্ষম হয়।


এ ক্যটাগরির আরো খবর..