14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

Healing the Nation & Safeguarding Cyberspace” শীর্ষক অনুষ্ঠান রাজধানীতে অনুষ্ঠিত

৭১ সালের ইস্যুতে আপনাদের হৃদয় পরিষ্কার করুন, সামনের দিকে এগিয়ে যেতে হবে -পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

পাক-বাংলাদেশ ভিসা অব্যাহতিসহ ছয়টি চুক্তি, সমঝোতা স্মারক ও নথিতে সই

শ্যামনগরে প্লাস্টিক দুষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা

আধুনিক প্রযুক্তিনির্ভর বাল্ক ক্যারিয়ারগুলো যুক্ত হলে বাংলাদেশের নৌবহর আরও শক্তিশালী হবে -নৌ উপদেষ্টা

দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ ও পাকিস্থানের মধ্যে শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিশ্রুতি

আজকের সর্বশেষ সবখবর

একজোট হচ্ছে ট্রাম্প বিরোধী ব্রিকস

ডেস্ক
August 24, 2025 5:45 am
Link Copied!

আমেরিকার বিপক্ষে গঠিত আন্তর্জাতিক জোট ব্রিকসের সদস্য পদে রয়েছে ভারত, চীনও ব্রাজিল। এই তিন দেশকেই নিজের শুল্কবাণে বিঁধবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও ব্রাজিল দুই দেশের ওপরই ৫০ শতাংশ করে শুল্ক চাপালেও চিনের ওপর এখনও সেইভাবে করের বোঝা চাপাতে পারেনি ট্রাম্প। মনে করা হচ্ছে এই আবহেই ট্রাম্প বিরোধী ব্রিকস-এর সদস্য দেশগুলি একজোট বাঁধছে। ভারতীয় পণ্যের জন্য আগেই নিজেদের পথ প্রশস্ত করেছে রাশিয়া ও চীন। আর এবার চীনও সয়াবিন আমদানির জন্য বিকল্প হিসেবে ব্রাজিলের দিকেই ঝুঁকতে শুরু করেছে।

বিশ্বের বৃহত্তম সয়াবিন আমদানিকারক দেশ হল চীন। আমেরিকা থেকে থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে তারা সয়াবিন আমদানি করে থাকে। চীনের শুল্ক দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই পর্যন্ত আমেরিকা থেকে ৪.২ লক্ষ টন সয়াবিন আমদানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১১.৪৭ শতাংশ কম। আরও চাঞ্চল্যকর তথ্য—সেপ্টেম্বর ও অক্টোবরের জন্য এক টন সয়াবিনের বরাতও দেওয়া হয়নি। এর পরিবর্তে ব্রাজ়িলের রাজধানী ব্রাসিলিয়ায় বিশাল পরিমাণে বরাত যাচ্ছে। সয়াবিন রপ্তানির এই ধাক্কায় মার্কিন কৃষক সমাজে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, কৃষকদের একাংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে সতর্ক করেছেন— “আমাদের সবচেয়ে বড় গ্রাহকের সঙ্গে বাণিজ্য বিরোধ চলতে থাকলে আমরা টিকতে পারব না।”

কিছুদিন আগে ট্রাম্প নিজে মন্তব্য করেছিলেন, চীনকে আমেরিকা থেকে আরও বেশি সয়াবিন কিনতে হবে। তিনি মনে করিয়ে দিয়েছিলেন, দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর অন্যতম উপায় সয়াবিন বাণিজ্য। কিন্তু তার পরেও আমদানির বরাত কমতে থাকায় মার্কিন কৃষকদের ক্ষতির আশঙ্কা বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ব্রাজ়িলের দিকে এই আমদানি ঝোঁক শুধু বাণিজ্য নয়, বিশ্ব রাজনৈতিক কৌশলও। ব্রিক্‌স জোটকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় চীনধীরে ধীরে আমেরিকার উপর নির্ভরশীলতা কমাচ্ছে।

http://www.anandalokfoundation.com/