ইউক্রেনীয় বাহিনীর ছোড়া গোলায় খেরসন অঞ্চলে বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনীয় বাহিনী কিসেলিভকা ও শায়রোকা বলকা গ্রামে একটি স্কুল, একটি কিন্ডারগার্টেন এবং একটি কবরস্থানে গোলা বর্ষণ করেছে।
কিন্তু, ইউক্রেনের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ইউক্রেনের মারিউপোলে অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারখানা ছেড়ে চলে গেছে প্রায় ২০ জন বেসামরিক মানুষের একটি দল। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরের ওই অংশটি এখনও ইউক্রেনীয় সেনাদের দখলে রয়েছে।