14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আদায়হীন অর্পিত সম্পত্তির ভাড়া, বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার

প্রতিবেদক
October 9, 2024 3:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আদায় হচ্ছে না অর্পিত সম্পত্তির বর্ধিত ভাড়া। বছরের পর বছর পড়ে আছে বকেয়া ভাড়া। উচ্ছেদ অভিযান কিংবা নোটিশও দেওয়া হচ্ছে না ইজারা গ্রহীতাদের। এদিকে নানা অনিয়ম হচ্ছে এসব সম্পত্তির দখল কেন্দ্র করে। সরেজমিনে পুরান ঢাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। রাজধানী সূত্রাপুর, কোতোয়ালী, গেণ্ডারিয়া থানায় বহু অর্পিত সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তির ভাড়া আদায় থামকে আছে। অথচ এসব সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করা লোকজন নিয়মিত ভাড়া দিত।

পতিত শেখ হাসিনার স্বৈরাচার সরকার যেদিন থেকে এসব সম্পত্তির ভাড়া এক লাফে ৭ গুণ বৃদ্ধি করল তখন থেকেই বকেয়ার খাতা নাম উঠতে থাকে বহু ইজারা গ্রহীতার। পুরান ঢাকার অনেক অর্পিত সম্পত্তির লীজ-মানি আদায় নিয়ে এই চিত্র দেখা গেছে। যেমন ৫০ নং রাধিকা মোহন বসাক লেনের বাড়িটি একটি অর্পিত সম্পত্তি। সেখানে অনেকগুলো পরিবার বাস করে। এদের কেউ কেউ ২৫-৩০ বছর যাবত সরকারি লীজ মানি দেয় না। সূত্রাপুর থানার ১০/১ ঠাকুর দাস লেন এমন আরেকটি বাড়ি। যারা অর্পিত সম্পত্তির ভাড়া বিগত ৭ বছর যাবত দেয় না। ভবিষ্যতে দেবে কিনা সন্দেহ। আবার ১০/১ ঠাকুর দাস লেনের ইজারাদার ১১ নং ঠাকুর দাস লেনের পিছনের এক ইজারাদারের কাছ থেকে সাবলীজ নিয়ে বহাল তবিবয়েতে নিজেদের ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে। যা সম্পূর্ণ রূপে অবৈধ। অর্পিত সেলের সার্ভেয়ার এসব বিষয়ে অবগত হওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

সরকারি আইন আছে ইজারাগ্রহীতারা প্রতি বছর এসব সম্পত্তির ভাড়া নবায়নের আবেদন করে লীজ মানি পরিশোধ করার। ২০২৪ সালে জানুয়ারিতে এসব সম্পত্তিতে বসবাসকারীদের এ বিষয়ে ঘোষণা প্রজ্ঞাপন আকারে দেওয়া হয়। এরপরও ভাড়া আদায়ে সরকারি কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না। অর্পিত সম্পত্তির অভিভাবক ডিসি সাহেবদের এ বিষয়ে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি।

অনেক ইজারা-গ্রহীতা পুরান ভাড়া পরিশোধের আর্জি জানিয়ে দরখাস্ত করে। যেসব দরখাস্ত অনিষ্পত্তি অবস্থায় থেকে যায়। ভাড়া দিতে না পারলে সম্পত্তি ছেড়ে দেবার বিধান থাকলেও সেটা মানা হচ্ছে না। ডিসি সাহেবরা গায়ে হাওয়া লাগিয়ে এসবে ঢিলেমি দিচ্ছেন। এতে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আর অনিয়মে বেহাত হচ্ছে অর্পিত সম্পত্তি।

http://www.anandalokfoundation.com/