× Banner
সর্বশেষ
পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত শ্যামনগরে ৭০টি মন্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু ৪ অক্টোবর ২০২৫ইং তারিখের মধ্যে গণতন্ত্র মঞ্চ সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে

নিউজ ডেস্ক

আজ শর্তসাপেক্ষে পাইকগাছার ষোলআনা সমবায় সমিতির নির্বাচন

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
আজ শর্তসাপেক্ষে পাইকগাছার ষোলআনা সমবায় সমিতির নির্বাচন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: ষোলআনা সমবায় সমিতির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শর্তসাপেক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মহামান্য রাষ্ট্রপতি’র আদেশক্রমে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করার বাধ্যবাধকতা থাকায় ষোলআনা ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৪ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ক্ষেত্রে ভোটারদের দশটি গ্রুপে বিভক্ত করে ভেন্যু পরিবর্তন করে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠান করার জন্য নির্বাচন পরিচালনা কমিটির সভাপতিকে নির্দেশনা দেয়া হয়েছে।

ভেন্যু পরিবর্তন করে পৌরসভার শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ভোটার ছাড়া কেউ উপস্থিত হতে পারবে না। ৫ টি পদের বিপরিতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, তারা হলেন জি এম শুকুরুজ্জামান (আনারস), গাজী শহিদুল ইসলাম (ছাতা), মোঃ জাহাঙ্গীর আলম (চেয়ার), সহ-সভাপতি পদে সন্দীপ কুমার সানা (উড়োজাহাজ), সোহেল রাশেদ জনি (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে শেখ ফজলুর রহমান (মাছ), শেখ মুরশাফুল আলম (ফুটবল), কোষাধ্যক্ষ পদে এটিএম নাহিদুজ্জামান (প্রজাতি), মোশারফ হোসেন (দেয়াল ঘড়ি), সঞ্জীব কুমার (রিক্সা), সদস্য পদে শেখ আঃ আজিজ (মোরগ), আবুল কালাম আজাদ (মোবাইল), আশরাফুল ইসলাম রাবু (বই), ইউসুফ সরদার (ডাব), নুরু গাজী (কাপ পিরিজ), রাজীব কুমার মন্ডল (টেলিভিশন), রিমন শেখ (টেবিল), সেলিম শাহরিয়া (মোমবাতি), হাবিবুর রহমান (মই) ও হারুন অর রশীদ (কলস) প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করছেন। এ নির্বাচনে ১০৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..