14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ বুধবার(১৯জুলাই) রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায় জেনে নিন

ডেস্ক
July 19, 2023 7:04 am
Link Copied!

আজ বুধবার(১৯জুলাই) রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায় জেনে নিন। চন্দ্র দিন-রাত কর্কটে উপস্থিত থাকার ফলে শুভ যোগ নির্মিত হয়েছে। অন্য দিকে কর্কট রাশিতে উপস্থিত বুধ ও সূর্য বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে। রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায় জেনে নিন

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি আনন্দে ভরে থাকবে। কর্মক্ষেত্রে ধন লাভ হওয়ায় মনে আনন্দ জাগবে। পরিবারে কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে ভাইদের পরামর্শ নিন, এর ফলে লাভান্বিত হবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ চলতে থাকলে আজ তাঁদের সম্পর্ক উন্নত হবে। মেষ রাশির জাতকরা সুখ-সাধনের দ্বারা লাভান্বিত হবেন। ভালো চুক্তি হাতে আসায় পছন্দের জিনিস কিনতে পারবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায় :  আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। অর্থবশীর্ষ পাঠ করলে লাভান্বিত হবেন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​:  বৃষ রাশির জাতকদের কেরিয়ারের জন্য দিনটি চ্যালেঞ্জে ভরা। চাকরিজীবীদের বিরোধী ও প্রতিদ্বন্দ্বীরা বিরক্ত করবেন। নতুন কাজ শুরুর জন্য আজকের দিনটি ভালো। নতুন কাজ শুরুর চিন্তাভাবনা করে থাকলে ভবিষ্যতে অত্যধিক লাভ হবে। জীবনসঙ্গীর উন্নতি দেখে প্রসন্ন হবেন। তাড়াতাড়ি কাজ শেষ করে সময়ের মধ্যে বাড়ি রওনা হওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদের সঙ্গে রোমাঞ্চকর সন্ধ্যা কাটাবেন। পরিবারের খুশির জন্য কিছু কেনাকাটা ও পরিকল্পনা করতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। গণেশ চালিসা পাঠ করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​:  মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি সাধারণ। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। সুযোগ আপনার চোখের সামনে থাকবে, তা আপনাকেই চিহ্নিত করতে হবে, তা না-হলে সুযোগ হাতছাড়া হবে। সন্তানের উন্নতি সংক্রান্ত কোনও সুসংবাদ পাবেন। তবে সন্ধ্যাবেলা সাবধানে গাড়ি চালান। তা না-হলে সমস্যা হবে এবং অর্থ ব্যয় সম্ভব।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। দুর্গার ৩২ নাম জপ করুন। গণেশকে শমী পাতা নিবেদন করবেন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​:  কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি ইতিবাচক পরিণাম নিয়ে আসছে। ব্যবসায় পরিশ্রম ও প্রচেষ্টার চেয়ে বেশি লাভ অর্জন করবেন। বহুদিন ধরে আটকে থাকা ডিল চূড়ান্ত হবে। তবে প্রেম জীবনে সংযমী থাকতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন। তবে প্রেম জীবনে আপনাদের সংযমী হতে হবে। কোনও কারণে সম্পর্কে অবসাদ বাড়তে পারে।

ভাগ্য পক্ষে রাখার উপায় : আজ ৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিব মন্ত্র জপ করুন ও শিবের অভিষেক করবেন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​:  সিংহ রাশির ব্যবসায়ীরা আজ সন্তুষ্ট থাকবেন। আপনার সাহস ও ধৈর্য দেখে বিরোধী এবং শত্রুরাও আপনাকে ঘাটানোর চেষ্টা করবেন না। তবে সিংহ রাশির জাতকরা অন্যের বিষয়ে নিজের সময় নষ্ট করবেন না। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করলে অযথা নিজের সমস্যা বাড়াবেন। সাংসারিক সুখ-সুবিধার জিনিসে অর্থ ব্যয় করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। তুলসী গাছে জল দিন ও সকাল-সন্ধ্যা প্রদীপ দেখান।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​:  কন্যা রাশির জাতকরা চাকরি পরিবর্তনের চেষ্টা করলে আপাতত সংযত হন, কারণ এখন সময় প্রতিকূল। ধর্ম-কর্মের কাজে আপনার রুচি থাকবে। অসহায় ও বৃদ্ধদের সেবায় সময় কাটাবেন। দান-পুণ্য করবেন। নিজের সম্পত্তির কিছু অংশ ধর্মীয় ও সামাজিক কাজে ব্যয় করবেন। পরিবারে কোনও সদস্যের সঙ্গে বিবাদ চলতে থাকলে তা সমাপ্ত হবে। ব্যবসায়িক প্রতিযোগীদের থেকে সতর্ক থাকুন।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীকে মধু মেশানো পায়েস নিবেদন করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​:  তুলা রাশির জাতকদের আজকের দিনটি লাভজনক। তবে পরিশ্রম করতে হবে। কাজ ও ব্যবসায় বিরোধীদের থেকে সতর্ক থাকুন। কারণ আজ তাঁরা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিন অনুকূল। ব্যয়ের পাশাপাশি আয় বজায় থাকবে। পরিবারে আজ আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জীবনসঙ্গীর পাশাপাশি সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মী স্তোত্র পাঠ ও কর্পূর-লবঙ্গ দিয়ে আরতী করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​:  বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি লাভজনক। কর্মক্ষেত্রে আপনার প্রিয় কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। পারিবারিক জীবনে ভারসাম্য ও সামঞ্জস্য বজায় থাকবে। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। আকস্মিক সমস্যা আপনাকে চিন্তিত করে তুলবে। পরিবারের কোনও বরিষ্ঠ ব্যক্তির স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন এবং এর জন্য ব্যয় হবে। প্রেমী সম্পর্কে পরিবারে জানিয়ে না-থাকলে আজকের দিনে তা করতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার উপায় : আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​:  ধনু রাশির জাতকরা অত্যধিক ব্যস্ততার কারণে নিজের জন্য সময় বের করতে পারবেন না। আপনার রাগী স্বভাবের কারণে পরিবারের সদস্যরা সমস্যায় পড়বেন। তাই বাণী ও ব্যবহার সংযমিত রাখুন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি শিক্ষা-প্রতিযোগিতার ক্ষেত্রে ভালো পরিণাম প্রদান করবে। সাফল্য লাভের ফলে মনোবল বৃদ্ধি পাবে। সন্ধ্যাবেলা বন্ধু ও পরিবারের সঙ্গে পার্টি করতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। শিব চালিসা পাঠ করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​:  মকর রাশির চাকরিজীবী জাতকদের পথে সহকর্মীর বাধা হয়ে দাঁড়াতে পারেন। তাই নিজের কাজে মনোনিবেশ করুন। জটিলতায় জড়াবেন না। ব্যবসায় অংশীদারদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে হবে। এর দ্বারা সহযোগিতা ও লাভ অর্জন করবেন। বাড়ি বা দোকান সংক্রান্ত কোনও মামলা আদালতে চললে এ ক্ষেত্রে কোনও অভিজ্ঞ ব্যক্তির সাহায্য লাভ করবেন। সন্ধ্যার সময় আনন্দে কাটবে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। তবে নিজের ব্যবহার সংযমিত রাখুন।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য আজ ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। শনি চালিসা পাঠ করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​:  কুম্ভ রাশির জাতকরা আজ বিশেষ সাফল্য লাভ করবেন। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি সম্ভব। বহুপ্রতীক্ষিত সাফল্য লাভ করতে পারেন। কোনও পুরনো পরিচিত ও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরীক্ষা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন যাঁরা, তাঁরা সাফল্য লাভ করবেন। পরিবারে কোনও মহিলা সদস্যের কারণে চিন্তা বাড়বে।

ভাগ্য পক্ষে রাখার উপায় : ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশের পুজো করুন ও গণেশ চালিসা পাঠ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​:  মীন রাশির জাতকরা আজ ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। ব্যবসায়ীরা সারাদিন ছোটখাটো মুনাফা অর্জন করতে পারবেন। পারিবারিক জীবনে জীবনসঙ্গীর পরামর্শ নেওয়ায় মুনাফা হবে। মীন রাশির জাতকরা উপহারের লেনদেন করবেন। আপনি যে দুশ্চিন্তা ভোগ করছেন, তা পরিবারের সঙ্গে ভাগ করে নিন। কারণ এটি যত লুকিয়ে যাবেন, সমস্যা ততই বাড়বে।

ভাগ্য পক্ষে রাখার উপায় : আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।

http://www.anandalokfoundation.com/