13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে এবার ১১ দিন ব্যাপী বইমেলার আয়োজন

admin
February 7, 2018 9:11 am
Link Copied!

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামে অমর একুশের বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১১দিন ব্যাপী। চট্টগ্রাম মুসলিম হলের সামনে এ মেলার আয়োজন করা হবে। মঙ্গলবার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহার কার্যালয়ে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন চসিক শিক্ষা,স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজনিন শারমীন শিরিন, সমাজ কল্যান কর্মকর্তা আশেক রসুল টিপু, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সদস্য মো. শামসুল হক, মিজানুর রহমান শামীম, ফারুক হাসান, আলমগীর শিপন, গোফরান উদ্দিন টিটু প্রমূখ।

চট্টগ্রামের লেখক-প্রকাশকরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন-সংস্থার উদ্যোগে একুশের বইমেলার আয়োজন না করে সম্মিলিতভাবে একটি কার্যকর বইমেলা আয়োজনের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। তারই পরিপ্রেক্ষিত সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে চসিকের ৫ম নির্বাচিত পরিষদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভায় বইমেলা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, কমিটির সদস্য মো. হারুন উর রশিদ, মাজহারুল ইসলাম চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, ফারহানা জাবেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/