13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এপার বাংলা ওপার বাংলা হরিপুর সীমান্তে মিলন মেলা

admin
December 1, 2017 9:25 pm
Link Copied!

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের হরিপুর কোঁচল ও চাঁপসা সীমান্তে মিলন মেলা ৷স্বজনদের রক্তের বাধন কে ছিন্ন করতে পরেনি কাটাতারের বেড়া ৷
দু-দেশের হাজার হাজার মানুষ ভিড় জমায় এই মিলন মেলায় ৷উপজেলার কোঁচল ও চাঁপসা এবং ভারতের নাড়গাঁও ,মাকারহাট সীমান্তের কাটাতারের এপার ওপারের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে দু-দেশের হাজার হাজার মানুষ ভিড় জমায় এ মিলন মেলায় ৷
বর্ষ পঞ্জিকা অনুযায়ী হিন্দু সম্প্রদায় প্রতি বছর শ্রী শ্রী জামর কালি জিউ (পাথর কালি) পূজা উপলক্ষ্যে মেলা উৎজাপন করে থাকেন ৷আর এ পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছর এই দিনে দুরদূরান্ত থেকে হাজারো মানুষ এসেছে স্বজনদের সাথে দেখা করতে ৷
দু-দেশের স্বজনরা ভীর জমায় সীমান্তের ৩৪৫ ও ৩৪৬ নংপিলার এলাকায় স্বজনদের সাথে দেখা করেছেন ৷উপজেলার যাদুরাণী বাসিন্দা মেহেরুন বেগম বলেন,ভারতে আমার আত্বীয় স্বজদের দেখা করেছি ৷তাদের সাথে দেখা করে বেশ ভালোই লাগলো ৷এবার তারাতারি তারবেড়ার কাছে ভিড়তে দেয় এতে আমি তাদের সাথে অনেক সময় কাটিয়েছি ৷
তবে দু-দেশের রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ’র ছিলো কড়া প্রহড়া ৷কিন্তুূ শেষ পযন্ত  ধরে রাধতে পারেনি হাজার হাজার মানুষের ঢল ৷দেখাযায,তারবেড়ার উপর দিয়ে বিভিন্ন প্রকার খাদ্য পণ্য বিনিময় করেছেন ৷
গোবিন্দপুর শ্রী শ্রী জামর কালী জিউ (পাথর কালী) পূজা কমিটির সভাপতি লগেন পাল বলেন,বিজিবি ও বিএসএফ’র পক্ষ্য থেকে সীমান্তে সমবেত হতে বাধা দেননি ৷অন্য বছরের তুলনায় এবার দু-দেশের এপার ও পারের মানুষ স্বজদের সাথে দেখা ও কথ বলতে পারেছেন ৷
হরিপুর থানা অফিসার ইনর্চাজ রুল্হল কুদ্দূস বলেন,মিলন মেলায়  সুন্দর ভাবে সপন্ন হয়েছে ৷
http://www.anandalokfoundation.com/