× Banner

ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে বিএসএফ’র হাতে এক বাংলাদেশি আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোলানী সীমান্তে আব্দুল (৩০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরীক্ষ বাহিনী বিএসএফ।
মঙ্গলবার দুপুরে ভারতের অভ্যন্তরে ২ কি: মি: ভিতরে তাকে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশি হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও গ্রামের গফুরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারতের পাঞ্জাব প্রদেশে ইটভাটায় কাজ শেষে বুধবার দুপুরে সীমান্তের ৩৭১ এর ৫ এরস পিলার এলাকায় দেশে ফেরার সময় ভারতীয় ১৩৪ ব্যাটালিয়ন বিএসএফ জোয়ানরা সে দেশের অভ্যন্তরে দুই কিলোমিটার ভিতরে আব্দুল আটক করে। ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র পরিচালক তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..