× Banner

ঠাকুরগাঁওয়ে খরা সহিষ্ণু আমন ধান কর্তনে মাঠ দিবস পালন

admin
হালনাগাদ: বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁও:
খরা সহিষ্ণু ব্রি ধান-৫৬ কর্তনে ঠাকুরগাঁওয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কৃষক মহির উদ্দীনের খরা সহিষ্ণু ব্রি ধান-৫৬ কাটাই উপলক্ষে আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও ফুড সিকিউরিটি গর্ভানেন্স প্রকল্পের উদ্যোগে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি বিভাগ জানায়,স্বল্প খরচে এই ধান ১শ ১০দিনে পাওয়া  যায়। এছাড়া খরাসহিষ্ণু  ধান উৎপাদনে রোগ বালাই কম হয়। আর প্রতি বিঘায় ১৫মন ফলন পাওয়া যায়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আরশেদ আলী খান,সদর উপজেলা কৃষি অফিসার আনিছুর রহমান,কর্মসুচী ব্যবস্থাপক (মাঠ সমন্ময়) জিয়াউল  ইসলাম, ফুড সিকিউরিটি গর্ভানেন্স প্রকল্প এর ব্যবস্থাপক মাহফুজ  আলম, কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান প্রমুখ। খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় আর্ন্তজাতিক দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ডান চার্চ এইড ফুড সিকিউরিটি গর্ভানেন্স প্রকল্প বাস্তবায়ন ও সহায়তায় বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা সদরের ৩টি ইউনিয়নে কার্যক্রম চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..