× Banner
সর্বশেষ
সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে নোয়াখালীতে ঝুপড়ি ঘরে ভূমিহীন পরিবারের মানবেতর জীবনযাপন ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় এক ঘণ্টার আন্দোলন শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ বেড়েছে রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে- স্বরাষ্ট্র উপদেষ্টা রাসুল (সা) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে -ধর্ম উপদেষ্টা চুলের বৃদ্ধির জন্য আমলা নাকি ভ্রিংরাজ ফ্রান্স গাজায় বিশেষ মিশন চালু করতে চায় আগামীকাল প্লেট পর্বের ফাইনাল

আবারো বিপ্লব ও হীরার জামিন নামঞ্জুর

admin
হালনাগাদ: সোমবার, ২ নভেম্বর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যার ঘটনায় আটক বিএনপি নেতা রাশেদুন্নবী খাঁন বিপ্লব ও তার ব্যবসায়ীক বন্ধু হুমায়ুন কবির হীরার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয় বারের মতো জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার দুপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় আটক বিএনপি নেতা বিপ্লব ও কুনিওর ব্যবসায়ীক বন্ধু হীরাকে আদালতে হাজির করা হয়। পরে উভয় পরে আইনজীবির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি পরে আইনজীবি জামিনের আবেদন করলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সফিউল আলম নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। তবে বিষয়টি অধিকতর শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য্য করেন।
রাষ্ট্র পরে আইনজীবি এ্যাড. আব্দুল মালেক জানান, এটি দেশের বহুল আলোচিত মামলা, আর যেহেতু এ ঘটনার কোন কু নেই। তদন্তে আরো তথ্য পাওয়া যেতে পারে সেজন্য আমরা আসামির জামিনের বিরোধীতা করি।
আসামি পরে আইনজীবি জানান, হীরাকে রিমান্ডে নেয়ার পর বিপ্লব জড়িত থাকার কোন প্রমান পাওয়া যায়নি, তবে আদালত সংগত কোন কারনে জামিন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে যাবো।


এ ক্যটাগরির আরো খবর..