× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

বোরকা পরে কেন পার্লামেন্টে ‘মুসলিমবিরোধী’ সংসদ সদস্য?

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ
দীর্ঘদিন ধরেই মুসলিম নারীদের ধর্মীয় পোশাক বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে আন্দোলন করে আসছিলেন তিনি। ‘মুসলিমবিদ্বেষী’ হিসেবেও খেতাব আছে তার। অস্ট্রেলিয়ার এই নারী সংসদ সদস্য হঠাৎ করেই বোরকা পরে হাজির হয়েছেন পার্লামেন্টে! আসলে এই বেশে তিনি এসেছেন ইসলামি পোশাকটির বিরুদ্ধে নিজের অবস্থান জানাতেই।

অস্ট্রেলিয়ার মুসলিমবিরোধী এবং অভিবাসনবিরোধী দল ওয়ান ন্যাশন পার্টির সংসদ সদস্য পলিন হ্যানসন অন্য সিনেটরদের দৃষ্টি আকর্ষণের জন্য বোরকা পরে নিজের মুখমণ্ডল ঢেকে পার্লামেন্ট অধিবেশনে হাজির হন। ওই অবস্থায় ২০ মিনিট বসে থাকেন। এরপরই তা খুলে ফেলেন।

অবশ্য এভাবে বোরকার বিরুদ্ধে নিজের অবস্থান জানান দিতে গিয়ে সমালোচনায় পড়েছেন এই নারী। তার এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেছে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীর টার্নবুল সরকার। সরকারের পক্ষ থেকে সিনেটে অ্যাটর্নি জেনারেল জর্জ ব্র্যান্ডিস ওয়ান ন্যাশন পার্টিকে জানিয়ে দেন, বোরকা নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই।

এদিকে মুসলিমবিরোধী ওই নারী সংসদ সদস্য বলেছেন, ‘আমি এটা খুলে ফেলে খুবই খুশি। পার্লামেন্টে এর অনুমোদন থাকা উচিৎ না। কেউ হেলমেট পরে ব্যাংকে বা ভবনে, এমনকি কোর্টে এলে তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়। তাহলে বোরকা পরলে কেন সরিয়ে দেয়া হবে না?’

তার এই বক্তব্যের জবাবে ব্র্যান্ডিস বলেন, ‘মুসলিম সম্প্রদায়কে অপমান করা, তাদের সমাজের একপাশে ঠেলে দিয়া এবং এই পোশাক নিয়ে তামাশা করা জঘন্য কাজ।’ পলিন হ্যানসনের এই কাজকে ‘ভণ্ডামী’ বলে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় সদস্যরাও। তারা বলেন, বর্তমানে দেশটিতে ৫ লাখ মুসলিম বসবাস করছে। তাদের কাছে অস্ট্রেলিয়া নিজেদের দেশ। বিরাট এই সম্প্রদায়কে কোনঠাসা করে রাখা যুক্তিযুক্ত হতে পারে না।


এ ক্যটাগরির আরো খবর..