× Banner
সর্বশেষ
চরমনাই পীর নয় ভন্ড -এ্যানী চৌধুরী  ফরিদপুরে স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড সাতক্ষীরায় নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্তে পতাকা বৈঠকে ভারতীয় নাগরিককে হস্তান্তর মাদারীপুরে হোটেল রেস্টুরেন্টের মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা তারেক রহমানের পক্ষে আগৈলঝাড়ায় ১৫৯ পুজা মন্ডপে অনুদান প্রদান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভাঙচুর এবং গাছ কাটার অভিযোগ কালকিনিতে দুর্গাপূজাউপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময় সভা আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ডের মৃত্যু আহত ২

কাদের সিদ্দিকী বীর উত্তমের মনোনয়নপত্র বৈধ

admin
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের মনোনয়নপত্র বৈধ এবং নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

আজ বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

প্রসঙ্গত, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে ১০ম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী। গত ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূণ্য ঘোষণা করে গত ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল মোতাবেক আগামী ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্য দলের পাশাপাশি এতে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর গত শুক্রবার (১৬ অক্টোবর) এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন। এ খারিজাদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী। পরে এ বিষয়ে দায়ের করা রিট উপস্থাপন করলে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বুধবার শুনানির দিন ধার্য করেন।


এ ক্যটাগরির আরো খবর..