14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

ডিএসসিসি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগ

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা

বেনাপোল সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

ভিন্নমত সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি  -অধ্যাপক আলী রীয়াজ

রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না -আইন উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধিতে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের আমদহ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা

admin
December 31, 2016 11:23 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর (৩১-১২-২০১৬): মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা ও তাদেরকে স্বাবলম্বি করতে ছাগল ও কম্বলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

 শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে ভিক্ষুক মুক্ত ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান। অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন ইউপি সদস্য মেহেদী হাসান, দরুদ আলী, সিরাজ উদ্দিন প্রমুখ।

এসময় আমদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৬ জন ভিক্ষুক আর ভিক্ষে না করার শপথ নেন। তাদেরকে স্বাবলম্বি করতে ছাগল, চাউল, কম্বলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৩৬ জন ভিক্ষুকের মধ্যে গরম কাপড় হিসেবে কম্বল ও ২০ জন ভিক্ষুকের মধ্যে ২০ টি ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়া ১৬ জন ভিক্ষুকের মধ্যে প্রতিমাসে বিনামূল্য ৩০ কেজি করে চাল বিতরণ জন্য কার্ড দেওয়া হয়। মেহেরপুরকে ভিক্ষুকমুক্ত করতে ওই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এদিন তিনি আমদহ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষনা করেন ।

http://www.anandalokfoundation.com/