13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৫নং সংরক্ষিত এলাকায় জুঁই ও পাঁপড়ির মধ্যে মুল প্রতিদ্বন্দীতার সম্ভাবনা

admin
December 22, 2016 1:33 am
Link Copied!

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা সহ তালা উপজেলা ও পাটকেলঘাটার বাজার রাস্তাঘাট ইতোমধ্যে পোষ্টার আর প্লাকার্ডে ছেয়ে গেছে। চলছে জেলা পরিষদ নির্বাচনের জোর গুঞ্জন। চায়ের স্টলে চলছে সমালোচনা।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে নারী সদস্য পদে শাকিলা ইসলাম জুই ও মুরশিদা পারভীন পাপড়ির মধ্যে প্রতিদ্বন্দিতার সম্ভাবনা রয়েছে বলে ভোটারদের ধারনা । নির্বাচনে অংশ নিয়ে আগ্রহী প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউপি সদস্যদের বাড়ি বাড়ি গনসংযোগ করছেন। এক প্রার্থী অপর প্রার্থীর ভাল মন্দের সমালোচনা ভোটারদের কাছে তুলে ধরছেন।

আগামী ২৮ ডিসেম্বর  জেলা পরিষদ নির্বাচনে তালায় সদস্য  পদে প্রতিদ্বন্দ্বিতায় আসছেন না বিএনপি ও জাতীয় পার্টির কোনো প্রার্থী । সে ক্ষেত্রে এ নির্বাচন আওয়ামীলীগ প্রার্থীর সাথে আওয়ামীলীগ প্রার্থীর লড়াই হচ্ছে। নির্বাচনকে ঘিরে জেলাব্যাপী ইউপি সদস্যদের কদর বেড়েছে।
তালা উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে দুটি থানার মোট ভোটার ১৫০ আশাশুনি উপজেলার আংশিক ৫টি ইউনিয়ন ও তালা উপজেলা নিয়ে সংরক্ষিত ৫ নং এলাকায় নারী সদস্য নির্বাচনী এলাকা ঘোষনা করা হয়েছে। মোট ভোটার ২১৫জন। এলাকায়  সংরক্ষিত নারী সদস্য পদে সাতক্ষীরা পৌর  যুবলীগের যুগ্ম আহবায়ক শাকিলা ইসলাম জুই(দেয়াল ঘড়ি) খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শিপা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মুরশীদা পারভীন পাপড়ী (হরিণ) , সাবেক তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল ), মাহফুজা সুলতানা রুবি (দোয়াত কলম ) তালা উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী হোসনেয়ারা বেগম (বই) সংরক্ষিত মহিলা সদস্য পদে শাকিলা ইসলাম জুই ও মুরশিদা পারভীন পাপড়ির মধ্যে প্রতিদ্বন্দিতার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে জয়লাভের লক্ষ্যে সকল প্রার্থী  গনসংযোগ অব্যাহত রেখেছেন। এখন অপেক্ষার পালা ভোট যুদ্ধে জয় পরাজয়ের।

 

 

http://www.anandalokfoundation.com/