বেনাপোল প্রতিনিধিঃ মানব পাচার প্রতিরোধে শার্শা উপজেলার নাভারন ফজিলাতুন্নেছা ডিগ্রি কলেজে রাইটস যশোর এর উদ্যেগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্টিত হয়। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যান্ত চলে নারী – শিশু পাচার প্রতিরোধের কর্মসুচি।
নাভারন ফজিলাতুন্নেছা ডিগ্রি কলেজ এর শিক্ষক সাংবাদিক আসাদুজ্জামান এর সভাপতিত্বে রাইটস যশোর এর প্রোগ্রাম ম্যানেজার এসএম আযহারুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার ফিরোজ আলী মানব পাচার সম্পর্কে সাংবাদিকদের সাথে যশোর এর সীমান্ত দিয়ে পাচার সম্পর্কে আলোচনা করেন। এবং ভিডির মাধ্যমে পাচার সম্পর্কে এবং পাচার কারিরা বিদেশ যেয়ে কি কাজ করছে তা প্রদর্শন করেন।
নারী শিশু পাচার প্রতিরোধে আলোচনায় তারা বলেন আমাদের এখন থেকে সজাগ থাকতে হবে। ধনী গরীব যে কোন পরিবারের সদস্য পাচার হয়ে যেতে পারে। নারী শিশু পাচার করে এক শ্রেনীর মানুষ বানিজ্য করছে যা অত্যান্ত দুঃখজনক। সাধারনত যারা পাচার হচ্ছে এরা যৌন দাসত্ব বরন করছে জোর পূর্বক শ্রম, বাধ্যতা মুলক আটকিয়ে তাদের দিয়ে কাজ করানো। এছাড়া দালালরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে পাচারকারিদের অঙ্গ প্রত্যাঙ্গ বিক্রি করে মুনাফা অর্জন করছে।
আজহারুল ইসলাম বলেন আমরা সাংবাদিকদের মাধ্যমে এলাকার সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক লোকদের পত্রপত্রিকায় লিখে সচেতন করে তুলে সীমান্ত দিয়ে নারী শিশু পাচার প্রতিরোধ করতে হবে। আমাদের প্রত্যেককে স্বস্ব জায়গায় থেকে মানব পাচার বন্ধের জন্য কাজ করতে হবে। এটা মারাতœক অপরাধ। আইন অনুযায়ী পাচারকারির সর্বোচ্চ মৃত্যদন্ড হতে পারে।